ঢাকাসোমবার , ২২ সেপ্টেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

বৈঠকে বসছেন মোদি-নেতানিয়াহু

দৈনিক পাঞ্জেরী
সেপ্টেম্বর ২২, ২০১৪ ১১:৪৯ পূর্বাহ্ণ
Link Copied!

Modiপাঞ্জেরী ডেস্ক

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অচিরেই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন। তাদের বৈঠকের তারিখ চূড়ান্ত করতে কাজ করে যাচ্ছেন দু দেশের কর্মকর্তারা। তবে নেতানিয়াহু সঙ্গে বৈঠক করার আগে চলতি মাসের শেষ সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন মোদি।
গত ১৬ মে অনুষ্ঠিত লোকসভা নির্বাচনে বিজয়ী হওয়ার পর মোদিকে প্রথম যে নেতা শুভেচ্ছা জানিয়েছিলেন তিনি হচ্ছেন নেতানিয়াহু। আগে থেকেই এই দুই নেতার মধ্যে আন্তরিক সম্পর্ক রয়েছে। ক্ষমতায় আসার পর সম্পর্ক জোরদার করতে মোদি যেসব দেশগুলোকে অগ্রাধিকার দিয়েছেন সে তালিকার প্রথম দিকে রয়েছে ইসরায়েল। গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালেই তেলআবিব সরকারের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।
এদিকে আগামী পহেলা অক্টোবর ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী আভিগদোর লিবারম্যানের সঙ্গে মিলিত হওয়ার কথা রয়েছে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রঅ সুষমা স্বরাজের। ভারত-ইসরায়েল পার্লামেন্ট ফোরামের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।
মোদি সরকার ক্ষমতায় আসার পর ভারতের পররাষ্ট্র নীতিতে ইসরায়েলকে প্রাধন্য দেয়া হবে আশা করা হয়েছিল। তবে জাতিসংঘের মানবাধিকার পরিষদের(ইউএনএইচআরসি) এক নির্বাচনে ইসরায়েলের বিরুদ্ধে ভোট দিয়েছিল নয়াদিল্লি।