ঢাকাসোমবার , ২২ সেপ্টেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

কুয়েটে ভর্তি ফরম পূরণ মঙ্গলবার

দৈনিক পাঞ্জেরী
সেপ্টেম্বর ২২, ২০১৪ ১২:০৫ অপরাহ্ণ
Link Copied!

খুলনা প্রতিনিধি

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ১ম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং ও বিইউআরপি কোর্সের ভর্তি পরীক্ষার আবেদনপত্র অনলাইনে পূরণ প্রক্রিয়া ও জমাদান ২৩ সেপ্টেম্বর মঙ্গলবার শুরু হচ্ছে। আবেদনপত্র অনলাইনে পূরণ প্রক্রিয়া চলবে ১৪ অক্টোবর মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত।kuteমঙ্গলবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল কম্পিউটার সেন্টারে কুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আবেদনপত্র অনলাইনে পূরণ প্রক্রিয়ার শুভ উদ্বোধন করবেন।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জনসংযোগ কর্মকর্তা (চ.দা.) মনোজ কুমার মজুমদার জানান, মোবাইল ফোনের ক্ষুদে বার্তার (এসএমএস) মাধ্যমে আবেদন ফি প্রদানের শেষ সময় আগামী ১৫ অক্টোবর বুধবার রাত ১২টা পর্যন্ত।
আগামী ২০ অক্টোবর সোমবার প্রকাশ করা হবে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্বাচিত যোগ্য প্রার্থীদের নামের তালিকা। ভর্তি পরীক্ষা আগামী ৩১ অক্টোবর, ২০১৪ শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে।
তিনি আরও জানান, ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.admission.kuet.ac.bd) পাওয়া যাবে এবং অন্যান্য তথ্যের জন্য খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের ভর্তি শাখায় (পিএবিএক্স +৮৮০-৪১-৭৬৯৪৬৮। এক্সটেনশন: ১১০, ১৩৬, ১৩৯) যোগাযোগ করা যাবে।
ভর্তি পরীক্ষা সংক্রান্ত যেকোনো প্রয়োজনে (admission@kuet.ac.bd) এই ঠিকানায় ই-মেইল করা যেতে পারে।