জবি প্রতিনিধি
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের ডাকা হরতালের প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রলীগ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে।
সোমবার দুপুর ১২ টার দিকে জবি ছাত্রলীগের সভাপতি এফ এম শরিফুল ইসলাম ও কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সভাপতি জিয়াইল হক জিয়ার নেতৃত্বে হরতাল বিরোধী এ কর্মসূচি পালিত হয়।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য রোকসানা আফরোজ রিয়া, জবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক হারুন-অর-রশীদ, রাশেদুজ্জামান রনি, সহ-সভাপতি সুকান্ত ব্রহ্ম, প্রিন্স, সাংগঠনিক সম্পাদক জামাল হোসেনসহ জবি ছাত্রলীগের শতাধিক নেতা-কর্মী।
জবি ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম বলেন, ‘সংবিধান পরিপন্থি ইস্যুতে এ হরতাল ছাত্রসমাজ মেনে নেবে না। হরতালের নামে এসব অরাজাকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে সদা সোচ্চার জবি ছাত্রলীগ।’
মিছিল শেষে যুগ্ম সম্পাদক হারুন-অর-রশীদ বাংলামেইলকে বলেন, ‘হরতালে ছাত্র সমাজের প্রচুর ক্ষতি হয়। তাই আমরা ছাত্র সমাজের প্রতিনিধি হিসেবে হরতাল মানতে পারি না।’