স্পোর্টস ডেস্ক
শেন জার্গেনসেন, ট্রেনার ডেভিড ডয়ার ও ব্যাটিং কোচ কোরি রিচার্ডস বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চাকরি ছেড়ে আগেই চলে গেছেন। পুরনোদের মধ্যে বাকি ছিলেন কেবল ফিজিও বিভব সিং। সোমবার রাতে তিনিও বাংলাদেশ থেকে শেষ বিদায় নিয়ে চলে যাচ্ছেন।
গেল জিম্বাবুয়ে সফরের আগেই বিভব সিং বিসিবিকে তার চলে যাওয়ার বিষয়ে আনুষ্ঠানিক ভাবে জানিয়ে দেন। এরপর জিম্বাবুয়ে সফর শেষে আজ সোমবার বিসিবি থেকে আনুষ্ঠানিক ভাবে বিদায় নেন তিনি। এ বিষয়ে বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম বাংলামেইল২৪ডটকমকে বলেন,‘বিভব সিং সোমবার রাত ৯টার বিমানেই চলে যাচ্ছেন। সোমবার তিনি বিসিবিতে এসে আনুষ্ঠানিক বিদায় নিয়েছেন।’
দক্ষিণ আফ্রিকান ফিজিও বিভব সিং ব্যক্তিগত কারণ দেখিয়ে বাংলাদেশের চাকরি ছেড়ে দিয়েছেন। তবে শোনা যাচ্ছে নতুন বিয়ের কারণে স্ত্রীর ইচ্ছাতেই দেশে ফিরছেন তিনি। এখন নিজ দেশ দক্ষিণ আফ্রিকায় বা তার আশপাশে কিছু একটা করতে চান বিভব।