বিনোদন ডেস্ক
অনেক দিন ধরেই সংবাদ মাধ্যমে মেহজাবিনের কোন খোঁজ নেই। তিনি ধারাবাহিক নাটকে অভিনয় করছেন না। নাটক টেলিফিল্মেও তাকে খুব একটা দেখা যায় না। তাহলে মেহজাবিন করছেন কী? কোথায় আছেন তিনি? এরকম প্রশ্ন অনেকের মনে। অবশেষে চট্টগ্রামের এই মেয়ের খোঁজ পাওয়া গেল।
আসছে ঈদের দুটি নাটকের শুটিং শেষ করেছেন সম্প্রতি। আর এদুটি নাটকে তার সহঅভিনেতা হিসেবে আছেন সজল।
এশিয়ান টিভিতে প্রচার হবে মাতিয়া বানু শুকুর রচনা ও রুমান রুনির নির্দেশনায় নির্মিত নাটক ‘বউ বদল’। এছাড়াও তারা অভিনয় করেছেন হাবিব জাকারিয়া’র রচনা ও অনন্য ইমনের পরিচালনায় নাটক ‘ফিল-মি@ফিল্মি’ নাটকে।
মেহজাবিন চৌধুরী বলেন, ‘সজল ভাইয়ের সঙ্গে আমি নাটকে প্রথম অভিনয় করি সকাল আহমেদের পরিচালনায় একটি নাটকে। এরপরও আরো বেশকিছু নাটকে আমরা জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছি। আমাদের অভিনীত নতুন দুটি নাটক নিয়েও আমি অনেক বেশি আশাবাদী।’