যশোর প্রতিনিধি
যশোরে ঈদের ছুটিতে ব্যাংকগুলোকে বাড়তি নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা নিতে চিঠি দিয়েছে পুলিশ। পুলিশের জনবল সঙ্কটের কথাটি উল্লেখ করে জেলা শহরে অবস্থিত ব্যাংকের ৩১টি শাখার ম্যানেজার বরাবর এ চিঠি দেয়া হয়েছে।
পুলিশ সূত্র মতে, ঈদের টানা ছুটিতে জনগণের জানমালের নিরাপত্তা ও যানজট নিরসনে পুলিশের বাড়তি দায়িত্ব পালন করতে হয়। এ অবস্থায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে প্রয়োজনীয় নিরাপত্তা দেয়া সম্ভব হয় না। আবার ব্যাংকের কর্মকর্তারাও ছুটিতে থাকায় সে সময় ভেতরে চুরি কিংবা ডাকাতি হয়েছে কিনা জানা যায় না। এছাড়া অনেক ব্যাংকের গার্ডরাও ছুটিতে থাকেন। তাই এক রকম অরক্ষিত অবস্থায় থাকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। প্রতি ঈদের ছুটিতেই এ পরিস্থিতি সৃষ্টি হয়। এতে ব্যাংকে চুরি ডাকাতির আশঙ্কা থাকে।
ন্যাশনাল ব্যাংক যশোর ব্র্যাঞ্চের শাখা ব্যবস্থাপক ফরহাদ হোসেন জানান, পুলিশ সুপারের কার্যালয় থেকে মঙ্গলবার তারা চিঠি পেয়েছেন। চিঠিতে বাড়তি নিরাপত্তা নিতে বলা হয়েছে।
যশোর পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারী পুলিশ সুপার রেশমা শারমীন জানান, ঈদের ছুটিতে ব্যাংকগুলো পর্যাপ্ত নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা নেয় না। কর্মকর্তারা পুলিশের কাছে চিঠি লিখে ছুটি কাটাতে চলে যান। অবস্থাদৃষ্টে মনে হয় সব দায়িত্বই পুলিশের। তাই এবার পুলিশের পক্ষ থেকেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা নিতে চিঠি দেয়া হয়েছে। তবে পুলিশের নিয়মিত টহল অব্যাহত থাকবে।