নিজস্ব প্রতিবেদক
বর্তমানে সাইবার ক্রাইম ছাড়াও যেসব অত্যাধুনিক অপরাধ সংগঠিত হচ্ছে এবং হুমকি দেয়া হচ্ছে তা মোকাবেলায় ‘কাউন্টার টেররিজম’ বিভাগ খোলা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশনের (বোমা) দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী ও ওয়েবসাইট উদ্ধোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আসাদুজ্জামান খান বলেন, ‘দেশে আধুনিক অপরাধ সনাক্ত ও দমনে কাউন্টার টেররিজমের কথা ভাবা হচ্ছে। পাশাপাশি সাইবার ক্রাইম মোকাবেলায় সাইবার ক্রাইম বিভাগও খোলা হচ্ছে। এই টেররিজম বিভাগে বাংলাদেশের ছেলে-মেয়েদেরকে প্রশিক্ষণ দিয়ে নিয়োগ দেয়া হবে।’
বর্তমান অনলাইন পত্রিকাগুলোকে ডিজিটাল বাংলাদেশের একটি সংস্করণ আখ্যা দিয়ে স্বরাষ্ট প্রতিমন্ত্রী বলেন, ‘সময়ের সঙ্গে সংস্কারের পথে না হাঁটলে আমরা হারিয়ে যাবো। তাই প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী ডিজিটাল বাংলাদেশ গড়ার পথে আমরা অনেক এগিয়ে গেছি।’
অনলাইন পত্রিকার গুরুত্ব অনেক বেড়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, ‘এখন সবাই মোবাইল ফোনে নেট ব্যবহার করে। মূহূর্তের মধ্যে অনলাইনের মাধ্যমে মানুষ সারা দেশের খবর পেয়ে থাকেন।’
অনলাইন নীতিমালা প্রসঙ্গে স্বরাষ্ট প্রতিমন্ত্রী বলেন, ‘এই নীতিমালা আপনারাই সাজাবেন। যেন আপনারা স্বচ্ছন্দে কাজ করতে পারেন। তবে এমন কোনো সংবাদ প্রকাশ করবেন না। যাতে করে কোনো একজন মানুষের ক্ষতি হয়।’
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘বাংলাদেশের আনাচে-কানাচে অনেক কিছু পড়ে আছে সেগুলো আপনারা লেখনির মাধ্যমে তুলে ধরেন, সম্ভাবনাময় খাতগুলোকে তুলে ধরেন।’ এ সময় বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করার জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানান স্বরাষ্ট প্রতিমন্ত্রী।
বোমার সভাপতি জয়ন্ত আচার্যের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বোমার সাধারণ সম্পাদক এ কে এম শরীফুল ইসলাম খান, ডিইউজের সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক, নাইমুল ইসলাম খান প্রমুখ।