ঢাকাবুধবার , ২৪ সেপ্টেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

বোমাসহ আল্লাহর দলের ৫ জঙ্গি গ্রেপ্তার

দৈনিক পাঞ্জেরী
সেপ্টেম্বর ২৪, ২০১৪ ৬:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

Hand-Capনিজস্ব প্রতিবেদক

খুলনার ফুলতলা উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ‘আল্লাহর দলের’ জেলা শাখার প্রধানসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তাদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে পুলিশ বাদী হয়ে মামলা করেছে। বুধবার সকালে তাদের ৭ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে বলে জানান, ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াছ ফকির।
মঙ্গলবার গভীররাতে উপজেলার চাঁদপুর গ্রামের আহম্মেদের মালিকানাধীন একটি মেসে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন: পারভেজ হোসেন (২৬), দলের নেতা আবদুর রহিম (২৭), সেলিম (২৩), আলী হোসেন (২৪) ও বিশ্বজিৎ ওরফে মাহিম আহমেদ (২৮) । এদের মধ্যে পারভেজ হোসেন আল্লাহর দলের খুলনা জেলা শাখার কমান্ডার বলে পুলিশ জানিয়েছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায়। সে সময় আহমদ আলীর বাড়িতে জঙ্গিরা নাশকতার লক্ষ্যে বৈঠক  করছিল। পুলিশ বাড়ি ঘিরে ফেলে তাদের গ্রেপ্তার করে। এসময় ৫টি বোমা, বোমা তৈরির সরঞ্জাম ও জিহাদী বইপত্র ও লিফলেট উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, ভাড়াটিয়া হিসেবে তারা ওই বাড়িতে বেশ কিছুদিন ধরে বসবাস করছিলেন। গ্রেপ্তারকৃতরা স্থানীয় একটি বেসরকারি জুটমিলের শ্রমিক। প্রতিপক্ষ একটি চক্র তাদের ফাসিয়েছে।
ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. নাসির উদ্দিন জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানার উপ-পরিদর্শক বাদী হয়ে মামলা করেছেন। তাদের জিজ্ঞাসাবাদের জন্য ৭দিনের রিমান্ড আবেদন করে বুধবার বেলা ১১টার দিকে আদালতে পাঠানো হয়েছে।
ওসি জানান, তারা ওই মিলের স্থায়ী শ্রমিক নয়। শ্রমিকের নামে জঙ্গি তৎপরতা চালানোই তাদের উদ্দেশ্য।