ঢাকাবুধবার , ২৪ সেপ্টেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

ক্ষমতায় গেলে চীনকে ইপিজেড দেবে বিএনপি

দৈনিক পাঞ্জেরী
সেপ্টেম্বর ২৪, ২০১৪ ৬:৪২ পূর্বাহ্ণ
Link Copied!

moin-khanনিজস্ব প্রতিবেদক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চীন সফররত প্রতিনিধি দলের প্রধান ড. আবদুল মঈন খান বলেছেন, ‘বাংলাদেশের অর্থনীতি অত্যন্ত গতিশীল। কারণ বেসরকারি খাত। বাংলাদেশে নানা খাত আছে যেখানে চীন বিনিয়োগ করতে পারে। ভবিষ্যতে বিএনপি সরকার গঠন করলে চীনা বিনিয়োগ উৎসাহিত করতে স্বতন্ত্র ইপিজেড প্রতিষ্ঠা করবে।’
বিএনপি প্রতিনিধি দল সাংহাই ফেডারেশন অব ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স (এসএফআইসি) এবং সাংহাই চেম্বার অব কমার্স (এসসিসি) প্রতিনিধিদের সঙ্গে এসসিসি ভবনে এক বৈঠকে মিলিত হয় সোমবার। বৈঠকে ড. মঈন এসব কথা বলেন। এসএফআইসির ভাইস চেয়ারম্যান এবং এসসিসির ভাইস প্রেসিডেন্ট জিন লিয়াং চীনা প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।
লিয়াং এসএফআইসিকে বেসরকারি ও অলাভজনক প্রতিষ্ঠান উল্লেখ করে বলেন, ‘এসএফআইসি নানা ধরনের ব্যবসায়িক, অর্থনৈতিক, রাজনৈতিক এমনকি সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট। এটি উন্নততর ব্যবসা বাণিজ্যের জন্য দেশে-বিদেশে বিভিন্ন সরকারের কাছে লবিং করে।’
তিনি আরও বলেন, ‘আমরা নিজেদের শিল্পকে প্রসারিত করতে চাই, অন্য দেশে নিয়ে যেতে চাই। বিশেষভাবে বস্ত্র শিল্পকে দক্ষিণ এশিয়ায় নিয়ে যেতে আগ্রহী। বাংলাদেশে দক্ষ শ্রমশক্তি আছে, কিন্তু সেখানে ঐতিহ্যগত প্রযুক্তির ব্যবহার হচ্ছে, তাই আমরা চাই বাংলাদেশে আমাদের প্রযুক্তি বর্ধিত করতে।’
ড. মঈন বলেন, ‘বাংলাদেশের লোকসংখ্যা চীনের চেয়ে ১০ শতাংশ কম হলেও গার্মেন্টস শিল্পে সারাবিশ্বে দ্বিতীয় স্থানের অধিকারী। চীনের পরেই বাংলাদেশের স্থান। গার্মেন্টস শিল্পকে কেন্দ্র করে ব্যাকওয়ার্ড ও ফরওয়ার্ড লিংকেজের মাধ্যমে এক ব্যাপক শিল্প চেইন গড়ে উঠেছে বাংলাদেশে।
বাংলাদেশ যদি বর্তমান চাইনিজ প্রযুক্তির সঙ্গে সমন্বয় করতে পারে তাহলে বাংলাদেশের গার্মেন্টস শিল্প আরও বেশি গতিশীল হয়ে উঠবে এবং অর্থনীতি আরও চাঙ্গা হবে।’
বিএনপি নেতা ড. মঈন খান বলেন, ‘চীনের দীর্ঘদিনের ইতিহাসের ধারাবাহিকতায় আজকের আধুনিক চীন বিশ্ববাসীর কাছে একটি বিস্ময়কর মডেল।’
বৈঠকে বিএনপি প্রতিনিধি দল থেকে আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মুশফিকুর রহমান ও নির্বাহী কমিটির সদস্য শামা ওবায়েদ। এরপর বিকেলে বিএনপির প্রতিনিধি দল ১৯২১ সালে সাংহাইয়ে অনুষ্ঠিত চীনা কম্যুনিস্ট পার্টির প্রথম কংগ্রেস ভবন পরিদর্শন করেন।