নিজস্ব প্রতিবেদক
দক্ষিণ কেরানীগঞ্জের কদমপুরের একটি বাসা থেকে বাবা-মাসহ দুই শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার সকালে ওই এলাকার ছয়তলা একটি ভবনের দ্বিতীয় তলা থেকে ওই চারজনের মরদেহ উদ্ধার করা হয়।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি জামাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘সম্ভবত দুই তিনদিন আগে তাদের শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাদের মুখ কাপড় দিয়ে বাঁধা ছিল।’
কদমপুরের ওই বাসাটিতে তারা ভাড়া থাকতো বলেও জানান ওসি।