ঢাকাবুধবার , ২৪ সেপ্টেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

মঙ্গলে পা রাখলো ভারত

দৈনিক পাঞ্জেরী
সেপ্টেম্বর ২৪, ২০১৪ ৬:৫৯ পূর্বাহ্ণ
Link Copied!

k5tr8iirআন্তর্জাতিক ডেস্ক

ইতিহাস গড়ল ভারত। বুধবার তাদের মহাকাশযান ‘মঙ্গোলায়ন’ সফলভাবে মঙ্গলের কক্ষপথে প্রবেশ করতে সক্ষম হয়েছে।
বিশ্বের চতুর্থ দেশ হিসেবে মঙ্গল জয় করল ভারত। তবে ভারতই হচ্ছে একমাত্র দেশ যারা প্রথম প্রচেষ্টাতেই তাদের মঙ্গলযানকে লালগ্রহের কক্ষপথে প্রবেশ করাতে সক্ষম হল। এই ঐতিহাসিক মুহূর্তে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ভারতের এই মঙ্গল মিশন সফলে এক বছরেরও কম সময়ে লেগেছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম। বুধবার থেকেই ছবি পাঠানো শুরু করবে মঙ্গোলায়ন।
এ পর্যন্ত ৫১টি  অভিযান হয়েছে মঙ্গলে যার মধ্যে সফল হয়েছে মাত্র ২১টি। এর আগে মঙ্গল অভিযানে সফল হয়েছে যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং ইউরোপিয়ান মহাকাশ গবেষণা সংস্থা।
দেশের ঐতিহাসিক এই সফলতায় উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‘অসাধ্য সাধন করেছে ভারত।’ ব্যাঙ্গালোরের মিশন কন্ট্রোল সেন্টার থেকে মোদি বলেন,‘ অনেক বাধা অতিক্রম করে সফল হয়েছে এই মিশন। এ পর্যন্ত ৫১ বার মঙ্গলে অভিযান চালানো হলেও মাত্র ২১টি সফল হয়েছে। এ ক্ষেত্রে আমরা সবার চেয়ে এগিয়ে রয়েছি।’
এর আগে গত সোমবার মার্কিন স্যাটেলাইট মাভেন মঙ্গলে প্রবেশ করেছিল।btsep0rmএদিকে এই সফলতায় ভারতীয় মহাকাশ ও গবেষণা সংস্থা (ইন্ডিয়ান স্পেস এন্ড রিসার্স ওর্গানাইজেশন)  ইসরোকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা।
সংস্থাটি এক টুইটার বার্তায় জানায়, ‘মঙ্গলে প্রবেশ করায় ইসরোকে অভিনন্দন! লাল গ্রহে মিশন পাঠানোর গবেষণায় তারাও সামিল হয়েছে।’
ভারতের এই মঙ্গল মিশনে ৪ দশমিক ৫ বিলিয়ন রুপি ব্যয় হয়েছে। এর আগে এত সস্তায় কেউ মঙ্গলে অভিযান চালাতে পারেনি।