
নিজস্ব প্রতিবেদক :
প্রলোভনের মাধ্যমে দুয়েকজন চলে গেলেও ২০ দলীয় জোট অটুট রয়েছে বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী বাস্তুহারাদলের জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সাংবাদিকদের সনদ নিয়ে সাংবাদিকতা করতে হবে- এমন আইন প্রণয়নের যে প্রক্রিয়া চলছে তাতে সন্দেহ পোষণ করে তিনি বলেন, ‘আওয়ামী লীগের লোক ছাড়া কেউ সাংবাদিকতা করতে পারবে না।’
উল্লেখ্য, ২০ দলীয় জোটের শরিক ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলু বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ১০টি দলের সমন্বয়ে নতুন জোটের ঘোষণা দেন।
এর আগে গত ২৫ আগস্ট ২০ দলীয় জোট ছেড়ে দেন এনপিপি চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলু। তবে তার দলের একাংশ এখনো বিএনপির জোটে রয়েছে।