
গাজীপুর প্রতিনিধি :
গাজীপুরে বারবৈকা এলাকায় নিজ বাসায় সাহাবুদ্দিন (৪৫) নামে এক ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে মুখোশধারী দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
বুধবার রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটেছে। মৃত শাহাবুদ্দিন বারবৈকা এলাকার ইব্রাহিম সওদাগরের ছেলে।
জয়দেবপুর থানার উপপরিদর্শক হাসান জানান, রাত আড়াইটার দিকে ওই ব্যবসায়ির বাড়িতে হানা দেয় মুখোশধারী ৬-৭ জন দুর্বৃত্ত। এসময় বাড়ির কুকুর চেচামেচি শুরু করলে ঘরের দরজা খুলে বাইরে বেরিয়ে আসেন শাহাবুদ্দিনের স্ত্রী আসমাউল হোসনা কুসুম। তিনি বের হলে দুর্বৃত্তরা তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং আটকে রেখে ঘরে প্রবেশ করে।
পরে দুর্বৃত্তরা ধারালো ছুরি দিয়ে নিজের ঘরের মেঝেতে ব্যবসায়ি শাহাবুদ্দিনকে গলাকেটে হত্যা করে পালিয়ে যায়।
খবর পেয়ে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে জয়দেবপুর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়।
তবে কী কারণে এ হত্যাকাণ্ড তা জানা যায়নি। ময়নাতদন্তের পর বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা।
এদিকে ডাকাত সন্দেহে মৈরান এলাকায় গণপিটুনিতে দু’জন মারা যান। তাদের মরদেহও মর্গে রাখা হয়েছে।