
নিজস্ব প্রতিবেদক :
পল্টন থানার দ্রুত বিচার আইনের একটি মামলায় তদন্ত কর্মকর্তা এসআই মাহবুবুল হাসান সাক্ষ্য দিতে আদালতে উপস্থিত হলেও আসামি পক্ষের সময়ের আবেদন বিবেচনায় নিয়ে সাক্ষ্যগ্রহণ করেনেনি বিচারক।
বৃহস্পতিবার ঢাকার ৬ নম্বর দ্রুত বিচার আদালতের বিচারক তারেক মইনুল ইসলাম ভুইয়া আসামিপক্ষের সময়ের আবেদন মঞ্জুর করে আগামী ১০ নভেম্বর সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করেন।
গত বছরের ১১ মার্চ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গাড়ি ভাঙচুর ও ত্রাস সৃষ্টির অভিযোগে ওই দলেরই সাবেক চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ দেড়শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে এ মামলাটি দায়ের করা হয়। দ্রুত বিচার আইনের এ মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য আজ দিন ধার্য্য ছিল।
জয়নুল আবদিন ফারুক, ড্যাব নেতা ডা. জেড এম জাহিদ হোসেনসহ শতাধিক আসামি আদালতে হাজির হলেও রিজভীসহ প্রায় ৪০ আসামি আদালতে উপস্থিত হননি। তাদের পক্ষে সময়ের আবেদন করেন আইনজীবী।
শুনানি শেষে আসামিপক্ষে সময়ের আবেদন মঞ্জুর হওয়ায় সাক্ষি মাহবুবুল হাসানকে ফিরে যেতে হয়েছে সাক্ষ্য না দিয়েই।
মামলাটিতে ১৪৮ জনকে অভিযুক্ত করে গত বছরের ২৪ মার্চ চার্জশিট দাখিল করেন পল্টন থানার এসআই মাহবুবুল হাসান। এ মামলায় ওমর ফারুক নামক এক আসামির মৃত্যু হওয়ায় বর্তমানে আসামির সংখ্যা ১৪৭ জন।