নিজস্ব প্রতিবেদক
আসন্ন ঈদ ও পূজা উপলক্ষে ২৫ সেপ্টেম্বর থেকে ২৯ সেপ্টেম্বরের মধ্যে গার্মেন্টস কর্মীদের বেতনভাতা পরিশোধ করার জন্য অনুরোধ করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বৃহস্পতিবার ঈদপূর্ব আইনশৃঙ্খলা বিষয়ক বৈঠকে বিজিএমইএ ও বিকেএমইএ নেতাদের প্রতি এ আহ্বান জানান তিনি।
একই সঙ্গে ২৯ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত পর্যায়ক্রমে গার্মেন্টস কর্মীদের ছুটি দেয়ার আহ্বান জানান প্রতিমন্ত্রী।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘পর্যায়ক্রমে ছুটি দিলে রাস্তায় যানজট কম হবে। নিরাপদে বাড়ি গিয়ে আত্মীয়-স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারবে সবাই।’
প্রতিমন্ত্রী জানান, ঈদে বেতন ভাতা দেয়ার সময় যে নিরাপত্তা দরকার সরকার তা দেবে।
এর আগে গত রোববার সচিবালয়ে ক্রাইসিস ম্যানেজমেন্ট সংক্রান্ত কোর কমিটির বৈঠক ঈদ ও দুর্গাপূজা উপলক্ষে ২ অক্টোবরের মধ্যে গার্মেন্টস শ্রমিকদের বেতন ও ২৮ সেপ্টেম্বরের মধ্যে বোনাস পরিশোধের সিদ্ধান্ত হয়।
ওই বৈঠকে বিজিএমএইএ, বিকেএমইএ, বিটিএমএ নেতারাসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ওই বৈঠকে ঈদ ও পূজায় ঘরমুখো মানুষের বাড়ি যেতে যেন অতিরিক্ত যানজটের সৃষ্টি না হয় সে জন্য গার্মেন্টস কারখানারগুলো পর্যায়ক্রমে ছুটি দেয়ার আহ্বান জানান শ্রমপ্রতিমন্ত্রী।