ঢাকাবৃহস্পতিবার , ২৫ সেপ্টেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

মার্কিন হামলায় আরো ১৪ জঙ্গি নিহত

দৈনিক পাঞ্জেরী
সেপ্টেম্বর ২৫, ২০১৪ ১০:১৪ পূর্বাহ্ণ
Link Copied!

Siriaআন্তর্জাতিক ডেস্ক

সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলে ইসলামি স্টেটের বিরুদ্ধে চালানো মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় কমপক্ষে ১৪ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সিরিয়ার মানবাধিকার গোষ্ঠী ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউমেন রাইটস’ এ কথা জানিয়েছে।
যুক্তরাজ্যভিত্তিক ওই সংস্থার প্রধান রামি আবদুল রহমান বলেছেন, নিহতদের মধ্যে কমপক্ষে পাঁচ জন বেসামরিক ব্যক্তি রয়েছেন।
বুধবার মধ্যরাতে সিরিয়ার পূর্বাঞ্চলে আইএসের নিয়ন্ত্রিত তেল শোধনাগারগুলো লক্ষ্য করে তৃতীয় বারের মত হামলা চালিয়েছে মার্কিন জোট। ওই ড্রোন হামলায় সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতও অংশ নিয়েছিল।
মার্কিন সামরিক কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, তারা সিরিয়ার আল মায়াদিন, আল হাসাকাহ এবং আবু কামাল অঞ্চলে জঙ্গিদের স্থাপণা লক্ষ্য করে হামলা চালিয়েছে।
মার্কিন সেন্ট্রাল কমান্ড আরো জানায়, বুধবার রাতে তারা আইএসর নিয়ন্ত্রিত ১২টি তেল শোধনাগার লক্ষ্য করে সবমিলিয়ে ১৩টি চালিয়েছে। অন্য এক হামলায় আইএস জঙ্গিদের একটি গাড়ি বিধ্বস্ত হয় বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।এসব হামলাকে সফল বলেও দাবি করেছে মার্কিন কমান্ড।