নিজস্ব প্রতিবেদক
নকল সদনপত্র ও জাতীয় পরিচয়পত্র প্রস্তুতকারীদের ধরতে রাজধানীর নীলক্ষেতে অভিযান চালিয়েছে র্যাব। এসময় পাঁচ প্রতিষ্ঠান থেকে সাতজনকে আটক করে একবছর করে কারাদণ্ড দেয়া হয়।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নীলক্ষেতে হযরত বাকুশাহ হকার্স মার্কেটে এ অভিযান চালানো হয়। র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান এতে নেতৃত্ব দেন।
অভিযানকালে ১৫টি কম্পিউটার, সিপিও ও প্রিন্টার জব্দ করা হয়।
এ প্রতিষ্ঠানগুলো বিভিন্ন শিক্ষাবোর্ড ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সদন, জাতীয় পরিচয়পত্রসহ বিভিন্ন সনদপত্র জাল করে আসছিল।