আন্তর্জাতিক ডেস্ক
পাসপোর্ট ছিড়ে ফেলার কারণে এক মার্কিনীকে ছয় বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে উত্তর কোরিয় আদালত। দেশটির সুপ্রিম কোর্টের মাত্র ৯০ মিনিটের শুনানিতে ওই মার্কিন নাগরিকের আচরণকে ‘বুনো আকাঙ্ক্ষা’ বলে অভিহিত করে এই শাস্তি বিধান দেয়া হয়।
উত্তর কোরিয়া এযাবৎ যে কয়জন মার্কিন নাগরিককে কারাদণ্ড দিয়েছে তাদের মধ্যে ম্যাথু মিলার তৃতীয়। এর আগে জেফরি ফোলি নামে অপর এক মার্কিনীকে জাহাজে বাইবেল ফেলে যাওয়ার কারণে ১৫ বছরের সশ্রম কারাদণ্ড দেয়।
গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি রবার্ট কিং উত্তর কোরিয়ার মানবাধিকার বিষয়ক পরিস্থিতি নিয়ে বলেন, ‘ওই তিন মার্কিনীর মুক্তির ব্যাপারে যুক্তরাষ্ট্রের দেয়া প্রস্তাব গ্রহন করেনি পিয়ংইয়ং। তারা যদি এই বন্দীদের মুক্তি দেয় তাহলে উত্তর কোরিয়ার সঙ্গে কূটনৈতিক আলোচনার দ্বার উন্মুক্ত হবে।’
উল্লেখ্য, ২০০৯ সালে উত্তর কোরিয়া দুই মার্কিন সাংবাদিককে কারাদণ্ড দেয়। লরা লিং এবং উনা লী নামের ওই দুই সাংবাদিককে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার করেছিল উত্তর কোরিয়া। পরবর্তীতে ২০১১ সালে সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার উত্তর কোরিয়ায় সফল করলে পিয়ংইয়ং ওই দুই সাংবাদিককে মুক্তি দেয়।