নিজস্ব প্রতিবেদক
বৈদ্যুতিক লাইনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির (ডেসকো) দুই কর্মচারী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় রাজধানীর উত্তরার ১৪ নম্বর সেক্টরে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন-আল-মামুন (২৫) ও আবু বক্কর (২৬)। এ ঘটনায় আওলাদ নামে আরেক কর্মচারী আহত হয়েছেন।
ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন জানান, উত্তরার ১৪ নম্বর সেক্টরে ১১ হাজার মেগাওয়াটের লাইনে কাজ করার সময় তারা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন। দুর্ঘটনার পরপরই আহত শ্রমিকদের প্রথমে তাদের বাংলাদেশ মেডিকেল নিয়ে যাওয়া হয়।
পরে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।