ঢাকাবৃহস্পতিবার , ২৫ সেপ্টেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

রাশিয়ার ওপর থেকে অবরোধ না তোলার দাবি

দৈনিক পাঞ্জেরী
সেপ্টেম্বর ২৫, ২০১৪ ১০:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!

z0b0axheআন্তর্জাতিক ডেস্ক

রাশিয়ার ওপর থেকে অবরোধ না তুলতে পশ্চিমা বিশ্বের প্রতি দাবি জানিয়েছেন ইউক্রেনের প্রধানমন্ত্রী আরসেনি ইয়াতসেনিয়ুক।
বুধবার নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে বক্তব্য রাখার সময় ইয়াতসেনিয়ুক বলেন, গোটা ইউক্রেনের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার আগে রাশিয়ার ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেয়া ঠিক হবে না। এছাড়া রুশ সেনারা এখনো পূর্ব ইউক্রেনে অভিযান চালিয়ে যাচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা মস্কোর ওপর থেকে নিষেধাজ্ঞ তুলে নেয়ার আহ্বান জানানোর পর এ দাবি জানালেন ইউক্রেনের প্রধানমন্ত্রী।
বুধবার পশ্চিমা বিশ্বের নেতাদের উদ্দেশ্য করে তিনি বলেন,‘আমারা গোটা ইউক্রেনের ওপর অধিকার প্রতিষ্টার আগে যেন রাশিয়ার ওপর থেকে যেন অবরোধতুলে নেয়া না হয়।’ তিনি আরো বলেন,‘পূর্ব ইউক্রেনে এখনো রুশ সেনারা মোতায়েন রয়েছে। প্রতিদিন সেখানে আমাদের সেনা এবং বেসামরিক লোকজন মারা যাচ্ছে।’
এ সময় তিনি রাশিয়াকে উদ্দেশ্য করে বলেন,‘তোমরা সেনাদের পরাজিত করতে পারলেও গোটা ইউক্রেনকে কখনো পরাজিত করতে পারবে না।’
এর আগে প্রেসিডেন্ট ওবামা বলেছিলেন, ইউক্রেন সরকার এবং বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীদের মধ্যে স্বাক্ষরিত চুক্তিকে সমর্থন করায় মিস্কোর ওপর থেকে অবরোধ তুলে নেয়া হতে পারে।