আন্তর্জাতিক ডেস্ক
উত্তর প্রদেশের আগ্রা শহরে ছয় বছরের এক শিশু কন্যাকে জীবন্ত কবর দিয়েছে তারই সৎ মা। হত্যার অভিযোগে ২২ বছর বয়সী ওই মাকে আটক করেছে পুলিশ।
স্থানীয় পুলিশের বরাত দিয়ে এনডিটিভি জানায়, গত রোববার অর্চনা নামের ওই নারী শিশুটিকে জীবন অবস্থায় মাটিতে পুতে রাখেন। পরে স্বামীকে জানান, তার মেয়ে হারিয়ে গেছে।
পরে নিজের এক নিকটাত্মীয়ের কাছে মেয়েকে হত্যার কথা স্বীকার করেন ওই মা। পরে পুলিশে খবর দেয়া হয। তিনি পুলিশকে শিশুটিকে পুতে রাখার স্থান দেখিয়ে দেন। আগ্রার এক মন্দিরের পাশে মেয়েটিকে কবর দেয়া হয়েছিল। শিশুটির বাবা ওই মন্দিরের পুরোহিত। এ সম্পর্কে পুলিশ জানায়, ‘আমরা ঘটনাস্থলে পৌঁছে শিশুটির মৃতদেহ কবর খুঁড়ে থেকে উদ্ধার করি। এ সময় তার মুখে এক খণ্ড কাপড় গোজা ছিল। জীবিত কবর দেয়ার সময় বাচ্চাটি যাতে কোনো শব্দ করতে না পারে এজন্য এই ব্যবস্থা নিয়েছিলেন তার মা।’
অর্চনা নিজের দেড় বছরের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত ছিলেন। সতীনের মেয়ের লেখাপড়া আর বিয়েতে প্রচুর অর্থ ব্যয় করতে হবে। এতে তার ছেলের ভাগে কম পড়ে যাবে। এ চিন্তা থেকেই তিনি তার সতীন কন্যাকে হত্যার পরিকল্পনা করেছিলেন