ঢাকাবৃহস্পতিবার , ২৫ সেপ্টেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

আজ আমরার মুশফিক ভাইয়ের বিবাহ হইবো

দৈনিক পাঞ্জেরী
সেপ্টেম্বর ২৫, ২০১৪ ১১:০১ পূর্বাহ্ণ
Link Copied!

Musiস্পোর্টস ডেস্ক

ক্রিকেট নয়, আপাতত বিয়ের অনুষ্ঠান নিয়ে ব্যস্ত সময় পার করছেন জাতীয় দলের অধিনায়ক মুশফিকুর রহিম। বুধবার অনুষ্ঠিত হয়েছে মুশফিকের বিয়ে পূর্ববর্তী গায়ে হলুদ অনুষ্ঠান। ‘এলিজিবল ব্যাচেলর’ জীবন থেকে মুশফিক প্রবেশ করবেন দাম্পত্য জীবনে। তাই আমরা প্রয়াত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের জনপ্রিয় গান দিয়ে বলতে পারি- আজ আমরার (আমাদের) মুশফিক ভাইয়ের বিবাহ হইবো…।
বর মুশফিকের কনে জান্নাতুল কিফায়াত মন্ডি প্রাইম বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের ছাত্রী। সম্পর্কে তিনি জাতীয় দলের অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদের শ্যালিকা। গত বছর অক্টোবরে মন্ডিকে আংটি পরিয়েছেন মুশফিক।
২৪ সেপ্টেম্বর বুধবার বিমান বাহিনীর ফ্যালকন কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয় মুশফিক-মন্ডির গায়ে হলুদ অনুষ্ঠান। গায়ে হলুদ অনুষ্ঠানটির পুরো আয়োজন করছে ‘ওয়েডিং ডায়েরি’ নামক একটি প্রতিষ্ঠান। বিয়ের অনুষ্ঠান আজ বৃহস্পতিবার। ২৭ সেপ্টেম্বর হবে বিবাহত্তোর সংবর্ধনা।
মুশফিকের বিয়ে নিয়ে মুশফিকের বাবা মাহবুব হামিদ মুঠো ফোনে বলেন, ‘বিয়ের সব আয়োজন শেষ। বুধবার মুশফিকের গায়ে হলুদ হয়েছে। আজ বিয়ে এবং ২৭ তারিখ বিবাহোত্তর সংবর্ধনা।’
এছাড়া তিনি বলেন, ‘ঢাকা ছাড়াও মুশফিকের বিয়ে নিয়ে বগুড়ায় ১০ অক্টোবর একটা ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করবো। সেখানে পারিবারিক আত্মীয়-স্বজনকে দাওয়াত করা হবে। দুই পরিবারের আত্মীয়-স্বজনেরা মিলে এই অনুষ্ঠানের আয়োজন করছে।’
জাতীয় ক্রিকেট দলের অধিনায়কের বিয়ের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী-বিরোধী দলের নেতা ও সাবেক বিরোধী দলের নেতাসহ গণ্যমান্য ব্যক্তিদের অনেককেই দাওয়াত করা হয়েছে। এই বিষয়ে মুশফিকের বাবা বলেন, ‘নেতা-নেত্রীদের মধ্যে অনেককেই দাওয়াত করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীকেও দাওয়াত দিয়েছি। কিন্তু তিনি জাতিসংঘে সভার ব্যস্ততার কারণে বিয়েতে থাকতে পারবেন না। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দাওয়াত করেছি। উনি আসবেন বলে কথা দিয়েছিলেন। কিন্তু ব্যস্ততার কারণে তিনি আসতে পারবেন কিনা তা নিশ্চিত নয়।’
এছাড়া বিসিবির গুরুত্বপূর্ণ ব্যক্তি, সাবেক ও বর্তমান জাতীয় দলের ক্রিকেট তারকাদের সবাইকে দাওয়াত দেয়া হয়েছে।