অর্থনৈতিক প্রতিবেদক
সামন্তবাদী মনোভাবের অনেকে ব্যবসা করে অনেক লাভ করে, বিদেশে বাড়ি-গাড়ি কিন্তু শ্রমিকদের বেতন ঠিকমতো দেন না। এমন মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক চুন্নু।
বৃহস্পতিবার রাজধানীর হোটেল ৭১ এর ব্যাংকোয়িট হলে সলিডারিটি সেন্টার ও সোশাল অ্যাক্টিভিটিস ফর দি এনভারোমেন্ট (সেফ) এর যৌথ আয়োজনে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
চিংড়ী ও মৎস্য প্রক্রিয়াকরণ শিল্পের ন্যূনতম মজুরি পুনঃনির্ধারণে সুশীল সমাজের বিভিন্ন গ্রুপের সঙ্গে এ মতবিনিময়ের সভার আয়োজন করা হয়।প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের সমাজে আজও সামন্তবাদী মনোভাব রয়ে গেছে। অনেক লাভ করে বিদেশে বাড়ি গাড়ি করলেও শ্রমিকদের ঠিকমতো বেতন দিতে চায় না। ভালোমানুষ আমরা মুখে বলি কিন্তু কাজে তা করি না।’
চিংড়ী ব্যবসায়ীদের উদ্দেশ করে তিনি বলেন, ‘লাভ না থাকলে ব্যবসা করবেন না। ব্যবসা করতে গেলে শ্রমিকদের ন্যূনতম মজুরি দিতে হবে। সরকার কখনও কাউকে ফোর্স করে মজুরি নির্ধারণ করবে না। কী কী ব্যবস্থা গ্রহনণ করলে দুর্নীতি বন্ধ করা যাবে সেটা করা হবে।’
তিনি আরো বলেন, ‘মালিক-শ্রমিক দুই পক্ষ আলোচনা করে একটা জায়গায় আসেন। শ্রমমন্ত্রী হিসাবে আপনাদের সাহায্য করার জন্য আমি মুখিয়ে আছি।’
এসময় বক্তারা বলেন, চিংড়ি শিল্পের শ্রমিকদের জীবন চলার মতো মজুরি দেয়ার ব্যাপারে ঐক্যমতে আসার সময় এসে গেছে। ন্যূনতম মজুরি দিয়ে কেবল শ্রমিকেরাই উপকৃত হবে না বরং এই সেক্টরকে কার্যকর করে তুলতে ব্যবসায়িক দিক সম্পর্কে ভালো ধারণা তৈরি হবে।
এনজিও, শ্রমিক প্রতিনিধি এবং মালিক পক্ষ থেকে প্রতিনিধিরা এই শিল্পের বর্তমান পরিস্থিতির ওপর ভিত্তি করে বিভিন্ন বিশ্লেষণ এবং সুপারিশ তুলে ধরেন।
বিলস এর সহকারী নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদের সঞ্চালনায় সলিডারিটি সেন্টার বাংলাদেশের কান্ট্রি প্রোগ্রাম ডিরেক্টর অ্যালোনজো গ্লিন সুসনের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন- শিরিন আখতার এমপি, জাতীয় শ্রমিকলীগের সভাপতি শুকুর মাহমুদ, মানুষের জন্য ফাউন্ডেশনের শাহীন আনাম, সমাজতান্ত্রিক শ্রমিকফ্রন্টের সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন, বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্সের সাবেক সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক খলিল উল্যাহ, শ্রমিকনেতা জাফর আহমদ, মুনিরা সুলতানা, সেফ এর নির্বাহী উজ্জ্বল কুমার রায় প্রমুখ।
অনুষ্ঠানে তিনটি প্রবন্ধ উপস্থাপন করেন- সেফ এর প্রজেক্ট কোঅর্ডিনেটর আসাদুজ্জামান, লেবার কমপ্লায়েন্স কমিটির কনভেনর এস হুমায়ূন কবীর, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. জাকির হোসেন।