কুষ্টিয়া প্রতিনিধি
আওয়ামী লীগ কখনও দল ভাঙাগড়ায় বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ সদর আসনের সংসদ সদস্য মাহাবুব-উল-আলম হানিফ।
তিনি বলেন, ‘জিয়াউর রহমানই প্রথম দল ভাঙাগড়ার সংস্কৃতি তৈরী করেছেন। আওয়ামী লীগ করেনি।’
বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়ার নিজ বাড়িতে জেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ের আগে সাংবাদিকদের এসব কথা বলেন।
হানিফ বলেন, ‘বিএনপি চেয়ারপারসন যিনি দুই দুই বার প্রধানমন্ত্রী ছিলেন, তার কাছ থেকে আরও তথ্যবহুল ও বস্তনিষ্ঠ কথা জাতি আশা করে। শুধু বিরোধীতার খাতিরে বিরোধী দল এ ধরনের বক্তব্য দিয়ে নিজেই নিজের জ্ঞানগর্ভের অসহায়ত্বের কথা প্রমাণ করে।’
তিনি বলেন, ‘ষোড়শ সংশোধনীর মাধ্যমে বিচার বিভাগকে কিভাবে বেঁধে ফেলা হচ্ছে বা এই সরকারকে কিভাবে বৈধতা দেয়ার জন্য বিচার বিভাগকে বৈধতা দেয়া হচ্ছে এই বিষয়ে বেগম খালেদা জিয়াই ভালো বলতে পারবেন। এটি হাস্যকর উক্তি ছাড়া আর কিছুই না।’
মাহবুব-উল-আলম হানিফ বলেন, ‘আমরা আগেও জানতাম সরকারকে উৎখাত এবং শেখ হাসিনাকে হত্যা করতে অনেক ষড়যন্ত্র, চক্রান্ত চলছে। এ বিষয়ে শেখ হাসিনা সর্তক। ষড়যন্ত্রকারীরা সফল হবে না।’
এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক হাবিবুর রহমান হাবি, জেলা ছাত্রলীগের সভাপতি আলী মর্ত্তজা খসরু, সাধারণ সম্পাদক তাইজাল আলী খানসহ দলের নেতকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে বিকেলে তিনি অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সঙ্গে শিলাইদহে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত কুঠিবাড়ি পরিদর্শন করেন।