ঢাকাবৃহস্পতিবার , ২৫ সেপ্টেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

ওয়াটসনে উদ্বিগ্ন নন ক্লার্ক

দৈনিক পাঞ্জেরী
সেপ্টেম্বর ২৫, ২০১৪ ১১:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

watson-Clarkস্পোর্টস ডেস্ক

একের পর এক চোট বিপর্যস্ত করে তুলেছে অলরাউন্ডার শেষ ওয়াটসনকে।
জিম্বাবুয়েতে ত্রিদেশীয় সিরিজে খেলতে পারেননি। চোটের কারণে খেলতে পারবেন না সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তান সিরিজেও। দীর্ঘ দুই বছর ধরে ওয়াটসনকে যুদ্ধ করতে হচ্ছে চোটের সঙ্গে। তার জায়গায় দলে অন্তর্ভুক্ত করা হয়েছে তরুণ অলরাউন্ডার ২২ বছর বয়সী মিচেল মার্শকে।
তাহলে কি ওয়াটসনের টেস্ট ক্যারিয়ারের যবনিকা হতে চলল? এমনটা বিশ্বাস করেন না অসি দলপতি মাইকেল ক্লার্ক। তার মতে, নিয়মিত চোটে পড়ায় টেস্ট ক্রিকেটে অনিয়মিত হয়ে পড়েছেন ওয়াটসন। ‘ আমি মনে করি ও অস্ট্রেলিয়া দলের গুরুত্বপূর্ণ অংশ। তার সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ফিট থাকা। ওয়াটসনের বলে ভালো পেস আছে। ও যদি ফিট হয় এবং স্বাস্থ্যগত সমস্যা না থাকে তাহলে অস্ট্রেলিয়ার হয়ে আরো টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলতে পারবে।’
সমস্যা হলো ওয়াটসনের জায়গায় যিনি এসেছেন সেই মার্শ চমৎকার পারফর্ম করে যাচ্ছেন। সম্প্রতি অস্ট্রেলিয়া ‘এ’দলের হয়ে দুটি সেঞ্চুরি করেছেন। জিম্বাবুয়েতে ত্রিদেশীয় সিরিজেও ছিলেন দারুণ ফর্মে। তাই ওয়াটসনের জায়গায় মার্শকে বেছে নিতে নির্বাচকদের কোনো সমস্যাই হয়নি।