নিজস্ব প্রতিবেদক
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘দলীয় অপরাধ আর দলীয় ব্যক্তির অপরাধ এক নয়। একজন দলীয় ব্যক্তির অপরাধ কখনও দলের ওপর বর্তায় না। র্যাব, পুলিশ ও সশস্ত্র বাহিনীসহ কোনো কর্মকর্তা দোষ করলে ওই বাহিনীও সরকারকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন। একই সঙ্গে সাংবাদিকরাও সরকারকে তথ্য দিয়ে তাদের শাস্তি নিশ্চিত করতে সহযোগিতা করবেন।’বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুণি মিলণায়তনে ক্রাইম রিপোর্টার্স বহুমুখি সমিতির এক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ইনু বলেন, ‘একাত্তরে নারী নির্যাতন, ধর্ষণ, খুন, অগ্নিসংযোগসহ এমন কোনো অপরাধ নাই যা জামায়াত করেনি। এসব তথ্য সাংবাদিকদের লেখনির মধ্য দিয়ে বেরিয়ে এসেছে।’ এজন্য সাংবাদিকদের ধন্যবাদ জানান তথ্যমন্ত্রী।
তিনি বলেন, ‘গত ৫ জানুয়ারি নির্বাচনের আগে দেশে যে সহিংসতা চালানো হয়েছিল তার উস্কানি দিয়েছিলেন বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া। তিনি দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরিতে সহযোগিতা করেছিলেন।’
‘ওয়েজবোর্ডে ক্রাইম রিপোর্টারদের ঝুঁকিভাতা দেয়া সম্পর্কে সরকারের কাছে আহ্বান জানানো হবে’ জানিয়ে মন্ত্রী বলেন, ‘আমি সরকারের কাছে এ বিষয়ে অনুরোধ করব।’ পাশাপাশি সাংবাদিকদের আবাসনের বিষয়টিও সরকার অবগত রয়েছে বলেও জানান তিনি।
সংগঠনের সভাপতি সাব্বির মাহমুদের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আবু সালেহ আকন, সাবেক সভাপতি ফখরুল আলম কাঞ্চন, সাবেক ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাখাওয়াত হোসেন বাদশা প্রমুখ।