নিজস্ব প্রতিবেদক
আসন্ন পবিত্র ঈদুল আজহায় জবাইকৃত কোরবানি পশুর বর্জ্য অপসারণে প্রায় ২৫ হাজার ব্যাগ সরবরাহ করবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এসব ব্যাগের জন্য নগরবাসীকে কোনো টাকা দিতে হবে না। ঈদুল আজহায় নগরীকে কোরবানি পশুর বর্জ্য মুক্ত রাখতেই এ উদ্যোগ নেয়া হয়েছে। এ জন্য করপোরেশনের ব্যয় হবে প্রায় সাড়ে সাত লাখ টাকা। এটি বিশেষ ধরনের পলিমার ব্যাগ যা খুব তাড়াতাড়িই নষ্ট হয়ে যায়।
বৃহস্পতিবার দুপুরে নগর ভবনের নিজ কার্যালয়ে এ উদ্যোগের কথা জানান ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকার্তা ক্যাপ্টেন মো. রাকিব উদ্দিন ভুঁইয়া।
ক্যাপ্টেন রাকিব উদ্দিন বলেন, ‘অনেক সময় দেখা গেছে নগরবাসী যত্রতত্রভাবে কোরবানি পশুর নাড়ি-ভুঁড়ি ফেলে রাখে। তারা যাতে কোরবানি পশুর এসব বর্জ্য যেখানে সেখানে ফেলে না রাখে সেজন্যই আমরা এ উদ্যোগ নিয়েছি।’
করপোরেশনের পরিচ্ছন্নকর্মীরা নগরবাসীর বাসা-বাড়িতে গিয়ে এসব ব্যাগ সরবরাহ করবে। তাছাড়া ঈদের আগে কোরবানি পশুর হাটগুলোতেও এসব ব্যাগ পাওয়া যাবে।
তবে এ ব্যাগগুলো সরবরাহের জন্য বিভিন্ন প্রতিষ্ঠান বা বিত্তবানদেরকে (স্পনসর) আর্থিক সহযোগিতা করার জন্যও আহ্বান জানান ক্যাপ্টেন রাকিব উদ্দিন।
তিনি আরো বলেন, ‘এসব ব্যাগ ভর্তি করে নগরবাসী তাদের জবাইকৃত কোরবানি পশুর বর্জ্য নির্ধারিত স্থানে রাখবে। সেখান থেকে আমরা আমাদের নিজস্ব কর্মী দিয়ে সেসব বর্জ্য নিয়ে আসবো।’
রাবিক উদ্দিন জানান, ঈদে নগরকে পরিচ্ছন্ন রাখতে দক্ষিণ সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের পরিচ্ছন্নকর্মীসহ সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। এবার সংস্থার ৫ হাজার ২০০ পরিচ্ছন্নকর্মীর পাশাপাশি অতিরিক্ত আরো ৪ হাজার শ্রমিক কাজ করবে।