স্পোর্টস ডেস্ক
কক্সবাজারের পর নারায়ণগঞ্জেও জয় পেয়েছে বাংলাদেশ ‘এ’ দল। বৃহস্পতিবার জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে দ্বিতীয় চার দিনের ম্যাচে ১১৮ রানের বড় ব্যবধানে জয় পেয়েছে নাঈম বাহিনী। অর্থাৎ, দুই ম্যাচের টেস্ট সিরিজে সফরকারীদের হোয়াইটওয়াশের লজ্জা দিলো বাংলাদেশ ‘এ’।
বৃহস্পতিবার দ্বিতীয় চারদিনের ম্যাচে জিম্বাবুয়েকে জয়ের জন্য ২৯৯ রানের লক্ষ্যমাত্রা ছুঁড়ে দিয়েছিল বাংলাদেশ ‘এ’। সেই লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে দ্বিতীয় ইনিংসে ভুসি সিবান্দা বাহিনী ৬৩.৫ ওভার ব্যাট করে ১৮০ রানেই গুটিয়ে যায়। ফলে ১১৮ রানের বড় ব্যবধানের জয় পায় স্বাগতিকরা। ফতুল্লায় মূলত দুই স্পিনার সাকলাইন সজীব আর জুবায়ের হোসেনের ভেলকিতে জয় পায় বাংলাদেশ ‘এ’। দুই ইনিংসে সাত উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন জুবায়ের হোসেন।
এর আগে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে শাহরিয়ার নাফিসের ৯৩ ও সাদমান ইসলামের অর্ধশতকে ২৯৮ রান সংগ্রহ করেছিল। জবাবে ব্যাটিংয়ে নেমে পেস তাণ্ডব ও স্পিন ঘূর্ণির সামনে মাত্র ৪০ ওভারে ১৩২ রানেই গুটিয়ে যায় জিম্বাবুয়ে ‘এ’। এরপর স্বাগতিক বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে মার্শাল আইয়ুব ও নাঈম ইসলামের দুটি অর্ধশতকে৬ উইকেটে ১৭২ রান করে ইনিংস ঘোষণা করে। যাতে জয়ের জন্য জিম্বাবুয়ের জয়ের লক্ষ্যমাত্রা দাঁড়ায় ২৯৯ রান।