পাঞ্জেরী ডেস্ক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা যে পৃথিবী চাই তা গড়তে হলে, সমরাস্ত্র তৈরিতে যে শত কোটি টাকা ব্যয় হচ্ছে, তা আমাদের পরবর্তী প্রজন্মের শিক্ষার জন্য ব্যয় করতে হবে।
বুধবার রাতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে জাতিসংঘ মহাসচিব আয়োজিত ‘শিক্ষাক্ষেত্রে বৈশ্বিক উদ্যোগের উচ্চ পর্যায়ের এক আলোচনায়’ অংশ নিয়ে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান।
শেখ হাসিনা বিশ্বনেতাদের প্রতি শান্তি ও অহিংসার সংস্কৃতি গড়ে তুলতেও শিক্ষায় বিনিয়োগ করার আহ্বান জানান। এ সময় বাংলাদেশে শিক্ষাক্ষেত্রে সরকারের নেয়া নানা উদ্যোগ ও পরিকল্পনা তুলে ধরেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ‘সবার জন্য শিক্ষা ও লিঙ্গ সমতা আনার ক্ষেত্রে সাফল্য অর্জনে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য আমাদের সহায়তা করেছে। ২০১৫ সালের পর আমাদের কাছে অগ্রাধিকার পাবে মানসম্মত শিক্ষা। ২০৩১ সালের মধ্যে বাংলাদেশে ১২ কোটি তরুণ ও কর্মঠ জনশক্তি তৈরি হবে। সেই লক্ষ্য নিয়েই ২০১০ সালে বাংলাদেশের জাতীয় শিক্ষা নীতি প্রণয়ন করা হয়েছে।’
তিনি বলেন, ‘মানসম্মত শিক্ষার জন্য মানসম্মত শিক্ষক প্রয়োজন। সে লক্ষ্যে সরকার প্রায় ১০ লাখ শিক্ষককে মানসম্মত শিক্ষা ও শিক্ষার্থীদের মূল্যায়নের বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। প্রাথমিক বিদ্যালয়গুলোয় শিক্ষকদের মধ্যে ৬০ শতাংশ প্রশিক্ষিত নারী শিক্ষকদের জন্য সংরক্ষণ করা হয়েছে।’
এর আগে ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট ইভো ইউসিপোইচ বলেন, ‘আমাদের সকলের জন্য শিক্ষা নিশ্চিত করতে হবে। শিক্ষাই পারে উন্নত জীবন দিতে। গুণগত শিক্ষার দিকে নজর দেওয়ার আহ্বান জানান তিনি।’
তিউনিশিয়ার প্রেসিডেন্ট মনসেফ মারজুকি বলেন, ‘যে শিক্ষাসমাজ গঠনে ভূমিকা রাখতে পারে- সেটাই হলো প্রকৃত শিক্ষা।’