খুলনা প্রতিনিধি
দূর্গা পূজা ও ঈদুল আযহা উপলক্ষে আগামী ২৮ সেপ্টেম্বর থেকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
তবে আগামীকাল শুক্রবার ও পরদিন শনিবার হওয়ায় ২৫ সেপ্টেম্বর থেকেই বিশ্ববিদ্যালয় ছুটি থাকবে। ছুটি চলবে আগামী ১১ অক্টোবর পর্যন্ত। বিশ্ববিদ্যালয় সূত্রে বৃহস্পতিবার এ তথ্য জানা গেছে।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মনোজ কুমার মজুমদার জানান, ছুটিকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের সব দপ্তর ও শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে। ছুটি শেষে আগামী ১২ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম পূর্বের নির্ধারিত সময়সূচি অনুযায়ী যথারীতি চলবে।
তবে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখা, প্রকৌশল শাখা (ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট, জরুরি প্লাম্বিং, রিপিয়ারিং ও জরুরি বৈদ্যুতিক মেরামত) এবং মেডিকেল সেন্টার ছুটির আওতাভুক্ত নয় বলেও জানান তিনি।