ঢাকাবৃহস্পতিবার , ২৫ সেপ্টেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

শিশুর জন্য প্রথম স্কুল ব্যাগ

দৈনিক পাঞ্জেরী
সেপ্টেম্বর ২৫, ২০১৪ ১২:১২ অপরাহ্ণ
Link Copied!

YORKলাইফস্টাইল ডেস্ক

এতটুকু বয়সেই ও কেমন করে জানি একটু বেশিই লেখাপড়া শিখে ফেলেছে। তাই আসছে বছরেই স্কুলে যাওয়াটা নিশ্চিত করতে চাই। ড্রেস, বই, ব্যাগ সবই দিতে চাই নতুন। প্রথমদুটো স্কুল নির্ধারন করলেও সমস্যা ব্যাগ নিয়ে। ওর জন্য কেমন ব্যাগ ভাল? হয়তো এমন হাজারো কথা ভাবছেন আপনার বাচ্চাকে নিয়ে।
প্রথমে প্রাধান্য দেয়া উচিৎ বাচ্চার পছন্দের প্রতি। এরই মধ্যে হয়তো অনেক ব্যাগের নামও মুখস্ত করে রেখেছে আপনারই অজান্তে। এমনই কিছু ব্যাগের মধ্যে ডরিমন,  সেন্টিগোল্ড, মিকি মাউস, এ্যাংরি বার্ডস বলতে পারবে অনর্গল। এছাড়াও পাওয়ার, রিসিমিলন, ক্যামেল মনটিন, সি-গোল্ড, ম্যাক্স, বারবিডল, ক্যান্টটেন্ট, জিংজাজিন, টলি, জোরন, পাইজন- এরকম আরও অসংখ্য স্কুল ব্যাগ বাচ্চাদের জন্য বাজারে আছে, যা আপনার পছন্দকে পূর্ণতা দিতে কিছুটা হলেও সক্ষম।
এসব নামের লেদার ব্যাগও কিনতে পারেন বাচ্চাদের জন্য। তবে দামটা একটু বেশিই পরবে তাতে। ভালো লেদার ব্যাগ পেতে আপনাকে যেতে হবে বড় বড় শো রুমে। তবে মার্কেটে যে সব ব্যাগ পাবেন তা কাপড়ের হেপার বা ফেব্রিক্সের।
লেদার ব্যগের সুবিধা বলতে বহুবছর ব্যবহার করা যায়। রং-ডিজাইন স্থায়ী, আগুনে সহজে পুড়ে না এবং সবার কাছে নিঃসন্দেহে পছন্দনীয়, স্টাইলিশও বটে। তাই সঠিকভাবে চিনে নেয়াটা জরুরী।
ইসলামপুর, গুলিস্তান, নিউমার্কেট, পল্টন, মতিঝিল, মৌচাক, মালিবাগ, উত্তরা, খিলক্ষেত, শাহবাগ, ফার্মগেট, এরকম উল্লেখযোগ্য শোরুমগুলোতে সব সময়ই পাবেন এসব ব্যাগ। তবে এখন ছোট-বড় দোকানগুলোতেও বাচ্চাদের স্কুল ব্যাগ পর্যাপ্ত পাওয়া যায়।
দেখে কিনলে বাচ্চার স্কুল ব্যাগ বিভিন্ন রংয়ের ও কার্টুনের ওপর নির্ভর করায় ভাল। আর না দেখে কিনলে ডরিমন, স্পাইডারম্যান, ডিসিমিলন ইত্যাদি নামের উপর নির্ভর করতে পারেন। সেক্ষেত্রে ৪৫০ থেকে শুরু করে ৮০০ টাকার মধ্যে পেতে পারেন অনায়াসে। স্কুলে যাওয়ার সঙ্গে নিশ্চিত হোক আপনার বাচ্চার ব্যাগ পছন্দের বিষয়টি।