ঢাকাবৃহস্পতিবার , ২৫ সেপ্টেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

ফোনকে বানান পকেট স্ক্যানার

দৈনিক পাঞ্জেরী
সেপ্টেম্বর ২৫, ২০১৪ ১:০৫ অপরাহ্ণ
Link Copied!

apple-iphone-6ডেস্ক রিপোর্ট

জরুরি ডকুমেন্ট সংরক্ষণের জন্য এখন বহুল ব্যবহৃত পদ্ধতি হলো স্ক্যান করে কম্পিউটারে সফট কপি রাখা। এতে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সংরক্ষণ করাও যেমন নিরাপদ তেমনিভাবে বহনযোগ্যতাও বৃদ্ধি পায়।

সাধারণ যে কোনো স্ক্যানার মেশিন ঢাউস সাইজের। কোনোভাবেই সঙ্গে করে ভ্রমণ করা সম্ভব না। তবে স্ক্যানিং কাজের জন্য এ সমস্যা খুব সহজেই কাটিয়ে উঠতে পারেন। খুব সহজেই আপনার অ্যান্ড্রয়েড ফোনটিকে পকেট স্ক্যানারে পরিণত করতে পারেন।
এর ফলে ফোন দিয়েই যে কোনো ডকুমেন্টের সফট কপি সংরক্ষণ করতে পারবেন, এমনকি ডকুমেন্ট সংরক্ষণের জনপ্রিয় পদ্ধতি পিডিএফও তৈরি করতে পারবেন। এজন্য আপনাকে আপনাকে স্ক্যান মাস্টার নামের এই অ্যাপসটি ইনস্টল করতে হবে। গুগল প্লে স্টোরের এই লিঙ্কে গিয়ে খুব সহজেই আপনি অ্যাপসটি ইন্সটল করতে পারবেন।
অ্যাপসটি আপনার ফোনের ক্যামেরা ব্যবহার করে স্ক্যান করবে। ক্যামেরা দুর্বল হলে কিংবা ছবি তোলার হাত ভালো না হলেও ঘাবাড়ানোর কিছু নেই। কারণ স্ক্যান মাস্টার আপনাআপনি ছবিকে সাইজ করে নেবে। বর্ধিত অংশ কেটে দেয়া ছাড়াও উচুঁ-নিচু ছবিকে সমান করবে স্বয়ংক্রিয়ভাবে। এছাড়াও ছবির উজ্জ্বলতাও ঠিক করে নেবে স্ক্যান মাস্টার নিজ থেকেই।