ঢাকাশুক্রবার , ২৬ সেপ্টেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচনী সহিংসতায় আ.লীগ-জাপার ২ কর্মী নিহত

দৈনিক পাঞ্জেরী
সেপ্টেম্বর ২৬, ২০১৪ ১১:২০ পূর্বাহ্ণ
Link Copied!

2-শেরপু প্রতিনিধি

সদর উপজেলা পরিষদ নির্বাচন পরবর্তি সহিংসতায় ফারুক (৩০) নামে এক আওয়ামী লীগকর্মী ও আজর আলী (৪৫) নামে এক জাতীয় পার্টির কর্মী নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরও ৫ জন।
শুক্রবার সকাল ৭টার দিকে সদর উপজেলার চর পক্ষিমারী ইউনিয়নের ভাগলদি গ্রামে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে শেরপুর সদর থানা পুলিশ ঘটনাস্থলে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
পুলিশ ও গ্রামবাসী জানায়,  গত ২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার শেরপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. ছানুয়ার হোসেন ছানু নির্বাচিত হয়। এ বিষয় নিয়ে শুক্রবার সকাল ৭ টার দিকে  সদর উপজেলার চর পক্ষিমারী ইউনিয়নের ভাগলদি গ্রামে ছানু সমর্থিত লোকজনের সাথে পরাজিত জাপা সমর্থিত প্রার্থী মো. ইলিয়াছ উদ্দিন সমর্থিত লোকদের কথা কাটাকাটি  হয়। এক পর্যায়ে উভয় গ্রুপের সাথে সংঘর্ষ শুরু হলে আজর আলী নামে এক জাতীয় পার্টির কর্মী ফারুক নামে এক আওয়ামী লীগ কর্মীকে ছুকিাঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় সংঘর্ষে আরও ৫ জন আহত হয়।
এদিকে ছুরিকাঘাতকারী আরজ আলীকে আওয়ামী লীগ কর্মীরা ধাওয়া করে গণপিটুনি দেয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে ভর্তি করলে তার মৃত্যু হয়।
এ বিষয়ে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল করিম বলেন, নির্বাচনী সহিংসতায় ২ জন মারা যাওয়ার খবর পেয়েছি। এদের মধ্যে ফারুক আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর কর্মী এবং গণপিটুনিতে নিহত আজর আলী জাতীয় পার্টির সমর্থিত প্রার্থীর কর্মী। তবে এখন পর্যন্ত কোনো পক্ষ থেকেই লিখিত অভিযোগ পাওয়া যায়নি।’
এদিকে নিহত ফারুকের বাবা হানিফ উদ্দিনে দাবি করে বলেন, ‘আমার ছেলে নির্বাচনী সহিংসতায় মারা যায়নি তাকে ব্যাক্তিগত রেসারেসির জের ধরে হত্যা করা হয়েছে।’