কিশোরগঞ্জ প্রতিনিধি
ভৈরবে ডাকাত সন্দেহে গণপিটুনিতে সাদ্দাম (২৬) নামে এক কেঁচো শিকারি নিহত হয়েছে। এ ঘটনায় আরও তিন জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার রাত ৪টার দিকে ভৈরবের কালীপুর নয়াহাটির এলাকায় কোদালকাটি নদীতে এ হতাহতের ঘটনা ঘটে।
নিহত সাদ্দাম জেলার করিমগঞ্জ উপজেলার গুণধর ইউনিয়নের চুল্লী গ্রামের আব্দুর সাত্তারের ছেলে।
গুরুতর আহতরা হলেন-একই গ্রামের নিহতের ছোট ভাই মো. ফারুক মিয়া (২২), চাচা জহির মিয়া (২৭), বোন জামাই স্বাধীন (২৫)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার ভৈরবের কালীপুর এলাকার কোদালকাটি নদীতে সাদ্দাম, ছোট ভাই মো. ফারুক মিয়া, চাচা জহির মিয়া, বোনজামাই স্বাধীন বর্ষা মৌসুমে কেঁচো শিকার করে স্থানীয় ভৈরব বাজারে বিক্রি করে তাদের সংসার চালায়। প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতে ওই নদীতে কেঁচো শিকারের সময় স্থানীয় এলাকাবাসী তাদের ডাকাত সন্দেহে ধাওয়া করে। প্রাণ বাঁচাতে তারা ওই নদীর পাশে একটি চরে আশ্রয় নেয়। পরে ধাওয়াকারীরা চরে তাদের ঘিরে ফেলে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই সাদ্দাম মারা যায়।
এ সময় রামদার তোপে ফারুক মিয়া, জহির মিয়া ও স্বাধীন গুরুতর আহত হন। তাদের মুমূর্ষু অবস্থা দেখে স্থানীয় লোকজন ভৈরব স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সকালে খবর পুলিশ পেয়ে ঘটনাস্থল থেকে সাদ্দামের মৃতদেহ উদ্ধার করে।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মৃতদেহ উদ্ধার করে কিশোরগঞ্জ জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের পরিবারের লোকজনকে খবর দেয়া হয়েছে। তারা লিখিত অভিযোগ দায়ের করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।