সিলেট প্রতিনিধি
মুষলধারে বৃষ্টি হচ্ছে। সুরমা নদীও প্রমত্তা। নদী তীরের ঐতিহ্যবাহী চাঁদনীঘাটের সিঁড়িতে দাঁড়ানো একদল মানুষ। এক হাতে ছাতা অন্য হাতে ফুলের পাঁপড়ি। ‘দখল ও দূষণ দৈত্যের হাত থেকে নদীকে মুক্তি দাও’ আহ্বানে এই প্রবল বর্ষণের মধ্যে তারা নদীতে আক্ষরিক অর্থেই পুষ্প বর্ষণ করলেন।
আগামী ২৮ সেপ্টেম্বর বিশ্ব নদী দিবসকে সামনে রেখে শুক্রবার সকালে সিলেট নগরের কিনব্রিজ এলাকার সুরমা নদীর চাঁদনীঘাটে ব্যতিক্রমী এ কর্মসূচি পালন করে আন্তর্জাতিক পরিবেশবাদী সংগঠন ‘অঙ্গীকার বাংলাদেশ’। সুরমা নদীতে পুষ্প বর্ষণ কর্মসূচির শুরুতে অঙ্গীকার বাংলাদেশের সমন্বয়ক মইনুদ্দিন আহমদ জালাল স্বাগত বক্তব্য দেন।
পরে তার সঞ্চালনায় নদীতীরে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন- সিলেটের প্রবীণ বাম রাজনীতিক আরশ আলী, কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শুভেন্দু ইমাম, সিলেট ওভারসিজ সেন্টারের নির্বাহী পরিচালক শামসুল আলম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাজিয়া চৌধুরী, তাহসীনা হক সীমু, নাঈমা আহমদ প্রমুখ।
সমাবেশের পরই নদীতে ফুলের পাঁপড়ি ছিটিয়ে দেয়া হয়।ফুল হাতে এ কর্মসূচিতে পর্যায়ক্রমে একাত্ম হন আবৃত্তিকার অম্বরীশ দত্ত, নারী উদ্যোক্তা সেলিমা সুলতানা, শামীম আরা বেগম, আইনজীবী একেএম সামিউল আলম, মুহিত লাল ধর, অ্যাডভোকেট কৃতি সুন্দর দাস, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নুসরাত জাহান, পায়েল বড়ুয়া, নাগরিক মৈত্রীর আহ্বায়ক সমরবিজয় শেখর, যুব ইউনিয়ন সিলেট জেলার সভাপতি খায়রুল হাসান ও ভূমিসন্ত্রান বাংলাদেশের সমন্বয়ক আশরাফুল কবীর, আনিস মাহমুদ, জামিল আহমদ প্রমুখ।