চট্টগ্রাম প্রতিনিধি
সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলার বিভিন্নি স্থানে অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ২২ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে সাতকানিয়ার ১৩ জন এবং লোহাগাড়ার ৯ জন। এছাড়া সাতকানিয়ায় একটি শিবিরের অস্ত্র প্রশিক্ষণের ক্যাম্পের সন্ধান পাওয়া গেছে বলেও দাবি করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার রাতভর এ বিশেষ অভিযান চালানো হয়।
চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার (সাতকানিয়া) এ কে এম এমরান ভূঁইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাতকানিয়া উপজেলার ছদাহা, কেউচিয়া ও পৌর সদরে একযোগে অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ১৩ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে ৫ জানুয়ারির নির্বাচন পূর্ববর্তী বিভিন্ন নাশকতার মামলা রয়েছে। অভিযানের সময় পৌরসভার বোয়ালিয়া পাড়ায় চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমির জাফর সাদেকের বাড়িতে শিবির ক্যাডারদের অস্ত্র প্রশিক্ষণের একটি ক্যাম্পেরও সন্ধান পায় পুলিশ। এসময় সেখান থেকে গোপন বৈঠককালে কুতুব উদ্দিন নামে শিবিরের একজন সাথী পর্যায়ের নেতাকে গ্রেপ্তার করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে যায়। ওই ক্যাম্প থেকে বেশ কয়েকটি কিরিচ, হকিস্টিক, ক্রিকেট স্ট্যাম্প ও কয়েকশ জিহাদি বই জব্দ করা হয়।
এএসপি এমরান ভূইয়া আরো জানান, একই সময়ে অভিযান চালিয়ে লোহাগাড়া উপজেলার কলাউজান, পদুয়া, চরম্বা এলাকা থেকে ৯ জামায়াত-শিবির নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। আগে দায়ের করা নাশকতা ও সহিংতার মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।