ঢাকাশুক্রবার , ২৬ সেপ্টেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

নিউইয়র্কে মোদির নামে সমন জারি

দৈনিক পাঞ্জেরী
সেপ্টেম্বর ২৬, ২০১৪ ১:২৬ অপরাহ্ণ
Link Copied!

modiআন্তর্জাতিক ডেস্ক

নয় বছরের ভিসা নিষেধাজ্ঞার ফাঁড়া কাটানোর পর যুক্তরাষ্ট্রের মাটিতে পা দেয়ার আগেই দেশটির একটি আদালত সমন জারি করলো ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামে।
২০০২ সালে গুজরাটে হিন্দু-মুসলিম দাঙ্গায় বিতর্কিত ভূমিকার জন্য মোদির বিরুদ্ধে নিউইয়র্কের ফেডারেল আদালত সমন জারি করলো।
দাঙ্গার সময় মোদি গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি দাঙ্গা মোকাবেলায় কোনো পদক্ষেপ নেননি।
এদিকে জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দিতে শুক্রবারই নিউইয়র্ক যাচ্ছেন মোদি।
যুক্তরাষ্ট্রের মানবাধিকার সংস্থা আমেরিকান জাস্টিস সেন্টার ( এজেসি) মোদির বিরুদ্ধে ফেডারেল আদালতে মামলাটি ঠুকে দেয়। বাদী হয়েছেন ওই সংঘবদ্ধ সহিংসতা থেকে বেঁচে যাওয়া দুই ব্যক্তি।
আইনজীবী গুরপাতওয়ান্ত সিং পান্নুন জানান, নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্ট আদালত মোদির নামে ওই সমন জারি করেছে। তাকে সমন পাওয়ার ২১ দিনের মধ্যে আদালতে হাজির হতে হবে।
সমনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী যদি তার বিরুদ্ধে আনা অভিযোগের জবাব দিতে ব্যর্থ হন বা না দেন তাহলে মামলার ফলাফল তার বিরুদ্ধে যাবে। ধারণা করা হচ্ছে, মোদি আইনজীবীর মাধ্যমই অভিযোগের জবাব দেবেন।
খবরে বলা হয়েছে, মোদির বিরুদ্ধে ২৮ পৃষ্ঠার অভিযোগ আনা হয়েছে। এতে ক্ষতিপূরণও চাওয়া হয়েছে।
বলা হয়েছে, মানবতার বিরুদ্ধে কাজ করে অপরাধ করেছেন তিনি। ২০০২ সালের ওই দাঙ্গায় ২ হাজারের  বেশি লোক মারা যায়।
বিভিন্ন মানবাধিকার সংস্থার অভিযোগ, দাঙ্গা দমনে উদ্যোগ না নিয়ে মোদি আরো তা উস্কে দিয়েছেন। তবে মোদি বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছেন।