
জয়পুরহাট প্রতিনিধি :
ব্র্যাক ব্যাংকের জয়পুরহাট শাখায় দেয়াল কেটে ১ কোটি ৯৫ লাখ টাকা লুট করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার রাতে শহরের প্রধান সড়কের শাজাহান প্লাজার দ্বিতীয় তলায় বেসরকারি ব্র্যাক ব্যাংকের প্রধান শাখায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, গত রাতে দুর্বৃত্তরা ব্যাংকের পূর্ব দিকের দেয়াল কেটে ভেতরে ঢোকে। তারা ব্যাংকের ভল্ট ভেঙে এক কোটি ৯৫ লাখ টাকা চুরি করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। শনিবার সকালে ব্যাংকের কর্মচারীরা ব্যাংক খুলে ভিতরে ঢুকে ভল্ট ভাঙা দেখে থানায় খবর দেয়।
ওই ব্যাংকের ম্যানেজার বর্তমানে শহরের বাইরে থাকায় অন্য কর্মকর্তা কর্মচারীরা এ ব্যাপারে মুখ খুলতে রাজি হননি। ম্যানেজার ফিরলে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে টাকা লুটের ঘটনা বিস্তারিত জানানো হবে বলে তারা জানান।
সকালে জয়পুরহাটের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল মান্নানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, ৮ মাচ শনিবার বেলা তিনটার দিকে ব্যাংকের ম্যানেজার ও প্রিন্সিপাল অফিসার ব্যাংকের নিচ তলায় অবস্থিত রুমের তালা খুলে কক্ষে প্রবেশ করেই মেঝে একটি গর্ত দেখতে পান। ব্যাংকে রক্ষিত চেষ্টের টাকা গুণে মোট ১৬ কোটি ৪০ লাখ টাকা লুট হয়েছে বলে ধরা পড়ে।
পরে কক্ষের গর্তের রহস্য উদঘাটন করতে গিয়ে পুলিশ একটি সুড়ঙ্গের সন্ধান পায়। প্রায় ১৪/১৫ ফুট দূরে একটি বাসার রুমের ভেতরে সুড়ঙ্গের অপর মুখের সন্ধান পাওয়া যায়।