
নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর মগবাজারে তিন খুনের ঘটনায় ৫ জনকে আটক করেছে র্যাব।
শনিবার দুপুরে র্যাব ৩-এর অপারেশন অফিসার এএসপি রবিউল করিম জানান, শুক্রবার রাতে রাজধানী ও দেশের বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।
শনিবার বিকেল সাড়ে ৩টায় প্রেস ব্রিফিং-এর মাধ্যমে আরো বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।
উল্লেখ, গত ২ সেপ্টেম্বর রাতে মগবাজারে ওয়্যারলেস গেটের ৭৮নং সোনালীবাগের একটি বাসায় দুর্বৃত্তদের গুলিতে এক নারীসহ তিনজন নিহত ও একজন আহত হন।
এ ঘটনার পরদিন শুক্রবার নিহত বৃষ্টি আক্তার বানুর ভাই শামীম ওরফে কালা চাঁন বাদী হয়ে রমনা থানায় মামলা দায়ের করেন।