সিলেট প্রতিনিধি 
সিলেট নগরীর জিন্দাবাজারে ছাত্রদলের বিদ্রোহী গ্রুপের নেতাকর্মীরা মোটর সাইকেল মহড়া দিয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। ককটেল বিস্ফোরণের শব্দে জিন্দাবাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ এসে ফাঁকা গুলি ছুঁড়ে ছাত্রদল নেতাকর্মীদের ধাওয়া করে। ধাওয়া খেয়ে ছাত্রদল নেতাকর্মীরা বারুতখানা পয়েন্টে গিয়েও ককটেলের বিস্ফোরণ ঘটায়।
শনিবার বিকেল ৩টা ১০ মিনিটের সময় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সিলেট রেজিস্টারি মাঠ থেকে জেলা ও মহানগর ছাত্রদলের নবগঠিত কমিটির নেতারা মিছিল বের করছেন এমন খবর পেয়ে কমিটি প্রত্যাখানকারী বিদ্রোহীরা মোটর সাইকেল মহড়া দিয়ে জিন্দাবাজার আসেন।
অর্ধশত মোটর সাইকেল নিয়ে জিন্দাবাজার পয়েন্টে এসেই তারা একের পর এক ককটেলের বিস্ফোরণ ঘটাতে থাকেন। এসময় জিন্দাবাজার এলাকায় ত্রাসের সৃষ্টি হয়। পথচারীরা বিভিন্ন দিক ছুটাছুটি শুরু করেন। বন্ধ হয়ে যায় দোকানপাট।
খবর পেয়ে পুলিশ এসে ফাঁকা গুলি ছুঁড়তে থাকে। পুলিশের ফাঁকা গুলি ও ধাওয়ার মুখে ছাত্রদল নেতাকর্মীরা জেলরোডের দিকে পালিয়ে যান। যাওয়ার সময় তারা বারুতখানা পয়েন্টেও কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটান।