রংপুর প্রতিনিধি
সাবেক ফাস্ট লেডি ও বর্তমান বিরোধী দলীয় নেত্রী বেগম রওশন এরশাদের কুশপুতুল পোড়ানোর দায়ে শ্রমিক নেতা তোফাজ্জল হোসেন তোফাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত তোফা জাতীয় শ্রমিক পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও রংপুর জেলা সভাপতি।
মানহানি মামলায় শুক্রবার রাতে মহানগরীর লালবাগ স্টেশন এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।
বুধবার জাতীয় শ্রমিক পার্টির সভাপতি তোফার নেতৃত্বে লালবাগ রেলগেট ও আলমনগর স্টেশন এলাকায় জাতীয় সংসদের বিরোধী দলীয় নেত্রী বেগম রওশন এরশাদের কুশপুতুল দাহ করে তৃণমূল জাতীয় পার্টির নেতাকর্মীসহ শ্রমিক পার্টির নেতাকর্মীরা।
এসময় তারা বিক্ষোভ করে এবং রওশন এরশাদ ও এলজিআরডি প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গাকে জাতীয় পার্টি থেকে অপসারণের দাবি জানায়।
এ ঘটনায় জাতীয় যুব সংহতির সহ-সভাপতি আসাদুজ্জামান মামুন বাদী হয়ে বৃহস্পতিবার শ্রমিক পার্টির সভাপতি তোফাসহ অজ্ঞাত ২৫ জন নেতাকর্মীর নামে একটি মানহানি মামলা দায়ের করে। ওই মামলায় তোফাকে পুলিশ শুক্রবার রাতে নগরীর লালবাগ রেলগেট এলাকার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী জানান, মামলার প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।