লালমনিরহাট প্রতিনিধি
আদিতমারী উপজেলার কমলাবাড়ি ইউনিয়নের চন্দনপাট বামনের বাসা এলাকায় গত দুই দিনে অজ্ঞাত রোগে অন্তত ১৮ জন আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে পাঁচ জনের অবস্থা গুরুতর।
শনিবার ওই এলাকায় আরও ১৫ জন অসুস্থ হয়ে পড়লে পাঁচ জনকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী জানান, চন্দনপাট বামনের বাসা এলাকার স্কুল শিক্ষক আবু সাঈদের স্ত্রী রওশনারা বেগম সুমি, ছেলে জুনাইদ, মেয়ে শারমিনা আক্তার ইতি শুক্রবার রাতে প্রথমে জ্বর ও মাথা ব্যাথায় আক্রান্ত হন। কিছুক্ষণের মধ্যে তারা জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
শনিবার ওই এলাকায় আরও ১৫ জন অসুস্থ হয়ে পড়লে তাদের মধ্যে পাঁচ জনকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় জেলা স্বাস্থ্য কর্মকর্তা অশ্বীনি কুমার রায়ের নেতৃত্বে তিন সদস্যের একটি মেডিকেল টিম রোগের কারণ অনুসন্ধানে আক্রান্ত এলাকায় কাজ করছেন।
লালমনিরহাটের সিভিল সার্জন ডা. এ কে এম গোলাম মোস্তফা জানান, এখন পর্যন্ত এ রোগের কারণ বা নাম সনাক্ত করা সম্ভব হয়নি। তবে রোগীদের বর্ননা অনুযায়ী ধারণা করা হচ্ছে, এটি ‘সিডেশন উইথ সাইকোসিস’ হতে পারে।
জাতীয় রোগ নির্ণয় কেন্দ্রে রোগীদের পুরো তথ্য পাঠানো হয়েছে। প্রতিবেদন না আসা পর্যন্ত নির্দিষ্ট করে কিছুই বলা যাচ্ছে না বলে জানান তিনি।
এ ব্যাপারে আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহুরুল ইসলাম জানান, পুরো বিষয়টি নিয়ে স্বাস্থ্য বিভাগ ও জাতীয় রোগ নির্ণয় কেন্দ্রের সঙ্গে কথা হচ্ছে। বিষয়টি নিশ্চিত না হয়ে কিছুই বলা যাচ্ছে না।