নিজস্ব প্রতিবেদক
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট ভাঙতে গিয়ে শেখ হাসিনা বেশি দাম দিয়ে কমদামি গুরু কিনেছেন বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
শনিবার বিকেলে জামালপুর জেলা স্কুল মাঠে আয়োজিত জনসভায় তিনি এ মন্তব্য করেন।
মির্জা আব্বাস বলেন, ‘সরকার গুলি চালিয়ে আন্দোলন স্তব্ধ করতে চায়। কিন্তু তারা জানে না বাংলাদেশের মানুষ গুলির সামনে বুক পেতে দিতে প্রস্তত আছেন।’
সরকারের উদ্দেশে আব্বাস বলেন, ‘নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নিয়ে নির্বাচন দিতে হবে। নির্বাচন নিয়ে কোনো রকম তালবাহানা চলবে না। জনগণ যে নির্বাচন চায় তা দিতে হবে। শেখ হাসিনার দিন শেষ, খালেদা জিয়ার বাংলাদেশ- তা দেশের জনগণ প্রমাণ করেছে।’