নিজস্ব প্রতিবেদক
নন্দিত কথাসাহিত্যিক প্রয়াত হুমায়ূন আহমেদের মা রত্নগর্ভা আয়েশা ফয়েজ আর নেই। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন।
মরহুমার পরিবার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। বেশ কিছুদিন ধরে তিনি কিডনিসহ বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৮৪ বছর। ১২ সেপ্টেম্বর গুরুতর অসুস্থ হয়ে পড়লে আয়েশা ফয়েজকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, বাদ জোহর পল্লবীতে আহসান হাবীবের বাসার পাশের মসজিদে নামাজে জানাজা হয়। পরে নেত্রকোনার মোহনগঞ্জে তার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
আয়েশা ফয়েজের জন্ম ১৯৩০ সালের ২৩ মার্চ। ১৯৪৪ সালে ফয়জুর রহমানের সঙ্গে তার বিয়ে হয়। একাত্তরে মুক্তিযুদ্ধে শহীদ হন তার স্বামী পুলিশ কর্মকর্তা ফয়জুর রহমান। শিক্ষাবিদ ও লেখক জাফর ইকবাল এবং কার্টুনিস্ট আহসান হাবীবের মা। তার নিজের লেখা একটি বইও রয়েছে।