দিনাজপুর প্রতিনিধি 
খানসামা উপজেলায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে সড়ক নসিমনের ধাক্কায় শারমিন (৮) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।
শনিবার দুপুর সোয়া ১টার দিকে পাকেরহাট এলাকার ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শারমিন পাকেরহাট গ্রামের নূর ইসলামের মেয়ে। সে পাকেরহাট সরকারি প্রাথমিক বিদালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনে মতো আজও স্কুলে এসেছিল শারিমিন। বাড়ি ফেরার পথে একটি দ্রতগামী নসিমন ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ব্যাপারে খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃষ্ণ কুমার সরকার জানান, ঘাতক নসিমনটি আটক করা হয়েছে। লাশের সুরতহাল করা হচ্ছে।