নিজস্ব প্রতিবেদক
২০১৫ সালের মধ্যে জলাতঙ্ক রোগ ৯০ ভাগ কমিয়ে আনা ও ২০২০ সালের মধ্যে বাংলাদেশকে জলাতঙ্কমুক্ত করা হবে বলে আশা প্রকাশ করেছেন স্বাস্থ্য অধিদপ্তদের রোগ নিয়ন্ত্রণ বিভাগের পরিচালক ডা. বেনজির আহমেদ।
শনিবার দুপুরে ঢাকা রিপোটার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
বেনজির আহমেদ বলেন, ‘জলাতঙ্ক একটি ভয়ঙ্কর মরণব্যাধী রোগ। এ রোগে মৃত্যু অনিবার্য। পৃথিবীতে প্রতি ১০ মিনিটে ১ জন এবং বছরে প্রায় ৫৫ হাজার লোক মারা যায় এ রোগে।’
আর বাংলাদেশে প্রতি বছর প্রায় ২ থেকে ৩ লাখ মানুষ কুকুর ও অন্যান্য প্রাণীর (বিড়াল, বেজি, শিয়াল) আক্রমনের শিকার হন। এতে বছরে হাজারেরও বেশি মানুষ জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে মারা যান। মানুষের পাশাপাশি অনেক গবাদিপশুও মারা যায়।
তিনি আরও বলেন, ‘জুনোটিক (যে রোগ প্রাণী থেকে মানুষে ছড়ায়) রোগের ভয়াবহতা উপলব্ধি, জনসচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধ ও নির্মূলের লক্ষ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে জাতীয় জলাতঙ্ক নিয়ন্ত্রণ এবং নির্মূল কর্মসূচি বাস্তবায়ন চলছে। যে কর্মসূচী বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা ২০২০ সালের মধ্যে বাংলাদেশকে জলাতঙ্ক মুক্ত করবো।’
অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন রেমিজিন এশিয়া ফাউন্ডেশনের অফিসার্স সেক্রেটারি ডা. এস ইমরান আলী, জলাতঙ্ক কনসালটেন্ট ডা. মো. সোহেল রানা।