ঢাকাশনিবার , ২৭ সেপ্টেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

এ বছরের জুলাই থেকেই বেতন স্কেলের পূর্ণাঙ্গ বাস্তবায়ন দাবি

দৈনিক পাঞ্জেরী
সেপ্টেম্বর ২৭, ২০১৪ ১২:০৫ অপরাহ্ণ
Link Copied!

LOVELY-15নিজস্ব প্রতিবেদক

সরকারি কর্মচারীদের সর্বনিম্ন মূল বেতন ১৫ হাজার টাকা নির্ধারণ করে জুলাই ২০১৪ থেকে নতুন জাতীয় বেতন স্কেলের পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ তৃতীয় শ্রেনীর সরকারি কর্মচারি সমিতি।
শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি সাগর-রুণী মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির সভাপতি মো. মাহফুজুর রহমান।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘২০০৯ সালে জাতীয় বেতন কমিশন সুপারিশ বাস্তবায়নের পর গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য প্রায় দ্বিগুন বৃদ্ধি পাওয়ায় সীমিত আয়ের কর্মচারিরা আর্থিক অনটনে দিশেহারা। তাই অবিলম্বে জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন প্রয়োজন।’
তৃতীয় শ্রেনীর সরকারি কর্মচারিদের মধ্যে সৃষ্ট বৈষম্য নিরসন করে সচিবালয়ে স্টেনোগ্রাফার, বাজেট সহকারী, উচ্চমান সহকারী, মহামান্য হাইকোর্টের প্রধান সহকারী, উচ্চমান সহকারীদের ন্যায় অন্যান্য দপ্তর, প্রতিষ্ঠানের প্রধান সহকারী, কম্পিউটার অপারেটর ও সমমানের সমযোগ্যতা সম্পন্ন কর্মচারিদের ২য় শ্রেণীর পদ মর্যাদা ও বেতন স্কেল প্রদান, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ও নার্সদের মতো অন্যান্য ডিপ্লোমাধারী,পদের কর্মচারি ও পদোন্নতি প্রাপ্ত ডিপ্লোমা প্রকৌশলীদের ২য় শ্রেণীর পদ মর্যাদা প্রদানসহ কর্মকর্তাদের ন্যায় সকল কর্মচারিদের ২ গ্রেড উপরে শতভাগ সিলেকশন গ্রেড প্রদান করে সৃষ্ট বৈষম্য নিরসনের দাবি জানান মো. মাহফুজুর রহমান।
তিনি আরও বলেন, ‘দাবি আদায়ের সর্মথনে ২২ নভেম্বর পর্যন্ত বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করা হবে। এরপরও দাবি আদায় না হলে ৬ ডিসেম্বর ঢাকায় কর্মচারি মহাসমাবেশের মাধ্যমে পরবর্তী আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সমিতির কার্যকরী বিভাগের সভাপতি রশিদ উল্লাহ, মো. আবদুল কাদের, মহাসচিব লৎফুর রহমান,উপদেষ্টা হারুন উর রশিদ, শাহ মো. শফিউল হক প্রমুখ।