নিজস্ব প্রতিবেদক
‘সরকার বিচার বিভাগসহ সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার।
শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। প্রাক্তন জাতীয়তাবাদী ছাত্রদল ফাউন্ডেশনের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।
এ সময় সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনারা দেশের সকল প্রতিষ্ঠান ধ্বংস করেছেন। বিচার বিভাগকেও ধ্বংস করেছেন। আজকে দেশে কোনো আইনের শাসন নাই।’
এম কে আনোয়ার বলেন, ‘যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে সংগ্রাম ছাড়া তার থেকে মুক্তি সম্ভব না। দেশের মানুষ এখন বিএনপির দিকে তাকিয়ে আছে। কাজেই ছাত্রদল ফাউন্ডেশন ও বিএনপিকে আগামীতে আন্দোলন সংগ্রামের মাধ্যমে দেশের মানুষের দাবিকে তুলে ধরতে হবে।’
ফাউন্ডেশনের সভাপতি আলী আকবর চুন্নুর সভাপতিত্বে আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু প্রমুখ।