আন্তর্জাতিক ডেস্ক
নানা হলেন সাবেক মর্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন। শনিবার ক্লিনটন কন্যা চেলসিয়া তার টুইটার অ্যাকাউন্টে মা হওয়ার ঘোষণা দেন। সদ্য জন্মগ্রহণ করা কন্যা শিশুটিরও নাম রাখা হয়েছে ইতোমধ্যেই।
চেলসিয়া তার ফেসবুকে জানান, ‘মার্ক এবং আমি আমাদের কন্যা সন্তান জন্মগ্রহণের বিষয়টি উদযাপন করছি। ওর নাম রাখা হয়েছে শার্লট ক্লিনটন মেজভিনস্কি’। একই বার্তা চেলসিয়ার টুইটার অ্যাকাউন্ট থেকেও দেয়া হয়। ৩৪ বছর বয়সী চেলসিয়া বাবা-মার পদাঙ্ক অনুসরণ করে রাজনীতিতে জড়াননি। গত আগস্ট মাসে গর্ভধারণের কারণে এনবিসি চ্যানেলের বিশেষ প্রতিনিধি পদ থেকে সরে দাঁড়ান।
চেলসিয়ার স্বামী মার্ক মেজভিনস্কি একজন ব্যাংকার। ২০০১ সালে চেলসিয়া এনবিসি চ্যানেলে বিশেষ প্রতিনিধি হিসেবে যোগ দেন। চলতি মাসের শুরুর দিকে তার বেতন দাড়ায় ৬ লাখ মার্কিন ডলার। অবশ্য তার এই বেতন নিয়ে খোদ চ্যানেল কর্তৃপক্ষের মধ্যেই বিতর্ক চলছিল।
স্ট্যানফোর্ড, কলাম্বিয়া ও অক্সফোর্ড বিশ্বাবদ্যালয়ে পড়াশোনাকারী চেলসিয়া ক্লিনটন সাংবাদিকতার পাশাপাশি চেলসিয়া তার বাবা-মার পরিচালিত ক্লিনটন ফাউন্ডেশনে কর্মরত আছেন। মার্ক মেজভিনস্কির সঙ্গে ২০১০ সালে বিয়েবন্ধনে আবদ্ধ হস চেলসিয়া ক্লিনটন।