লালমনিরহাট প্রতিনিধি
আদিতমারীতে পানি পানে অসুস্থ ১৪ জনের মধ্যে ছয় জনের অবস্থা গুরুতর। আশঙ্কাজনক অবস্থায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে, রোগের কারণ অনুসন্ধানে শনিবার দুপুরে ওই এলাকা পরিদর্শন করেছেন জেলা স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা ও জনস্বাস্থ্য অধিদপ্তরের সহকারি প্রকৌশলী।
তিনি অসুস্থ ব্যক্তিদের জবানবন্দি, বাড়ির খাবার ও টিউবয়েলের পানি পরীক্ষা শেষে সাংবাদিকদের জানান, প্রাথমিকভাবে রোগ নির্ণয় করা না গেলেও, পানি ও খাবারে বিষাক্ত কেমিক্যাল মেশানো থেকে এ রোগের আর্বিভাব হয়েছে। তবে রোগের নাম জানতে সময় লাগবে।
প্রসঙ্গত, গত শুক্রবার আদিতমারি উপজেলার চন্দনপাট পাবনাপাড়া গ্রামের আবু সাইদ মাস্টারের বাড়িতে টিউবওয়েলের পানি পান করে একই পরিবারের ১১ জন অসুস্থ হয়ে পড়েন।
আক্রান্তরা হলেন আবু সাইদ মাস্টারের স্ত্রী সুমী (৩৪), ছেলে সবুজ (১৬), জুনায়েদ (৫) মেয়ে ইতি (১১), ভাজিতা সামিনুল (২৭), তার স্ত্রী চায়না (২৩), ছেলে নাহিদ (৭), আবু সাইদের বোন রাজিয়া খাতুন (৩৫), রুমী (২৬), স্বাধীনসহ (১২) ১১ জন।
তাদের আদিতমারি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদের মধ্যে আবু সাঈদ মিয়ার স্ত্রী রওশনারা বেগম, ছোট ছেলে জুনাইদ, মেয়ে শারমিনা আক্তার ইতি, শ্যালিকা সুলতানা, ভাগ্নি তাসলিমা আক্তার তমা ও বোন রশিদার অবস্থার উন্নতি না হওয়ায় শনিবার বিকেলে তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
লালমনিরহাটের সিভিল সার্জন ডা. একেএম গোলাম মোস্তফা জানান, পানি অথবা খাবার থেকেই এ রোগের সৃষ্টি হয়েছে। যদিও রোগের নাম সনাক্ত করা যাচ্ছে না। কিন্তু রোগীদের বর্ণনা অনুযায়ী ধারণা করা হচ্ছে, এটি ‘সিডেশন উইথ সাইকোসিস’ হতে পারে। তবে ভয় বা আতঙ্কের কিছু নেই।
তিনি আরো জানান, ঢাকা রোগ নির্ণয় কেন্দ্রে রোগীদের পুরো তথ্য পাঠানো হয়েছে। সেখানকার প্রতিবেদন না আসা পর্যন্ত নির্দিষ্ট করে কিছুই বলা যাচ্ছে না।